বাংলাহান্ট ডেস্কঃ আমেরিকার (america) নব নিরবাচিত রাষ্ট্রপতি জো বিডেন (joe biden) নিজের প্রতিনিধি মন্ডল গড়ে তোলার কাজ শুরু করে দিয়েছেন। নতুনভাবে নিজের টিম তৈরির কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন জো বিডেন। রাষ্ট্রীয় সুরক্ষা উপদেষ্টার পদে জ্যাক সুলিভানকে (Jake Sullivan) নির্বাচন করেছেন জো বিডেন। এই সিদ্ধান্ত শুধুমাত্র আমেরিকাই নয়, ভারতের পক্ষেও অত্যন্ত সুবিধানজক হবে।
আমেরিকার রাষ্ট্রপতি পদে জো বিডেন অধিষ্ঠিত হওয়ার পর, জ্যাক সুলিভান হবেন সবথেকে কম বয়সী রাষ্ট্রীয় সুরক্ষা উপদেষ্টা এবং এর পাশাপাশি পূর্বেকার রাষ্ট্রীয় সুরক্ষা উপদেষ্টা পদাধিকারীদের থেকে তাঁর অনেক দায়িত্বও বেড়ে যাবে।
এবার জানাব, জ্যাক সুলিভান আমেরিকার রাষ্ট্রীয় সুরক্ষা উপদেষ্টার পদে অধিষ্ঠিত হলে ভারতের কি কি সুবিধা হতে পারে- এই জ্যাক সুলিভান প্রথমে ওবামা প্রশাসনের সময় জো বিডেনের সুরক্ষা উপদেষ্টা ছিলেন এবং সেইসঙ্গে তিনি একজন অত্যন্ত ভারত সমর্থক রাজনেতা। ডেমোক্রেটিক দলের সমর্থক হওয়া সত্ত্বেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমর্থন করেছেন তিনি। পূর্বে তিনি নিজের এক অভিমত ব্যক্ত করে বলেছিলেন, গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমেরিকার ভিসা না দেওয়া একটা ভুল সিদ্ধান্ত ছিল।
২০০৫ সালে এক ব্যবসায়িক সংগঠনকে সম্বোধোন করার জন্য নরেন্দ্র মোদী কূটনৈতিক ভিসার আবেদন করেছিলেন। কিন্তু তৎকালীন সময়ে গুজরাট দাঙ্গা এবং বামপন্থীদের মিথ্যা প্রচারের কারণে ২০১৩ সাল পর্যন্ত নরেন্দ্র মোদীকে আমেরিকায় যাওয়ার ভিসা দেওয়া হয়নি। পরবর্তীতে যখন নরেন্দ্র মোদী নির্দোষ প্রমাণিত হয় এবং ২০১৪ সালে ভারতের প্রধানমন্ত্রী হন, তখন তাঁর উপর থেকে সমস্ত প্রতিবন্ধকতা সরিয়ে দেওয়া হয়।
এই বিষয়টা খুব ভালো করে জো বিডেন বুঝে গেছেন, যে ভারত যেভাবে অন্তরাষ্ট্রীয় যোগাযোগ ব্যবস্থা বাড়িয়ে তুলছে এবং ভারতের সঙ্গে শত্রুতা করে আমেরিকার কোনদিন ভালো হবে না। তাই নিজের মন্ত্রী মন্ডলে ভারতের সমর্থনকারী নেতাদের স্থান আগে রাখছেন।