তালিবানের বন্ধু পাকিস্তানের উপর চরম চটে আমেরিকা, কড়া অ্যাকশন নিতে পারে বাইডেন

বাংলাহান্ট ডেস্কঃ আফগানিস্তানের (afghanistan) পঞ্জশিরে বিমান হামলা এবং তালিবানকে (taliban) সমর্থন করার অভিযোগে পাকিস্তানের (pakistan) বিরুদ্ধে এবার কড়া মুডে মার্কিন (america) সরকার। পাকিস্তানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন মার্কিন সিনেটর অ্যাডাম। সিনেটর অ্যাডাম জানিয়েছেন, যদি পঞ্জশিরে হামলা প্রমাণিত হয়, তাহলে পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।

এখানেই শেষ নয়, দীর্ঘদিন ধরে তালিবানদের নিয়ে মিথ্যে বলে আসা পাকিস্তানের এই দোষ প্রমাণিত হলে, তাঁদের নিষিদ্ধ ঘোষণা করা হবে। সেইসঙ্গে পাকিস্তানকে করা সবরকম সাহায্য বন্ধ করে দেওয়া হবে আমেরিকার পক্ষ থেকে।

taliban 1232

পঞ্জশির দখলের পর নিজেদের আসল রূপ দেখাতে শুরু করে তালিবানরা। সেখানে স্থিত পঞ্জশির শের আহমদ শাহ মাসুদের সমাধি ভেঙে দিয়েছে তালিবানী জঙ্গিরা। তালিবানদের এই সমস্ত কাজে পাকিস্তানের মদত রয়েছে বলেও অভিযোগ রয়েছে।

২০০১ সালে পঞ্জশির শের আহমদ শাহ মাসুদকে হত্যা করেছিল আল কায়েদা জঙ্গিরা। আর সেই থেকে পঞ্জশিরে থেকেই আহমেদ শাহ মাসুদের পুত্র আহমেদ মাসুদ তালিবানদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছিল। আফগানিস্তান এবং কাবুল দখল নেওয়ার পর, আহমেদ মাসুদ প্রথমদিকে পঞ্জশিরে নখও বসাতে দেয়নি তালিবানদের। কিন্তু পরবর্তীতে তালিবানরা এই পঞ্জশিরও দখল করে নেয়।

দীর্ঘ ২০ বছর আফগানিস্তানের শাসন হাতে পাওয়ার পর নতুন করে সরকার গঠন করে তালিবানরা। সেই সরকারে স্থান পেয়েছে বিশ্বের সব কুখ্যাত জঙ্গিরা, যারা মোস্ট ওয়ান্টেড তালিকায় রয়েছে। এমনকি এদের মধ্যে অনেকের মাথার দামও ধার্য করা রয়েছে। ক্ষমতায় ফিরতেই নানারকম অন্যায্য ফর্মানও জারী করতে শুরু করেছে তালিবানরা।


Avatar
Smita Hari

সম্পর্কিত খবর