টেস্ট সিরিজে নামার আগেই কোহলিকে ছিটকে দিলেন জো রুট, মাঠের বাইরে মুখ থুবড়ে পড়লো বিরাট

বাংলা হান্ট ডেস্কঃ বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেটার হলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। কয়েকদিন আগেই ফোর্বস তাদের তালিকা প্রকাশ করেছে, সেই তালিকায় বিরাট কোহলি স্থান পেয়েছেন 66 নাম্বারে। একমাত্র ক্রিকেটার হিসেবে প্রথম একশোর মধ্যে স্থান পেয়েছেন শুধুমাত্র বিরাট কোহলি। বিরাট কোহলি যতই ধনী হন কেন অধিনায়ক হিসেবে বিরাট কোহলির থেকেও বেশি উপার্জন করে ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক জো রুট।

এমনকি ইংল্যান্ডের তারকা জোরে বোলার জোফ্রা আর্চারের মতো ক্রিকেটাররাও বিরাট কোহলির থেকে বেশি উপার্জন করে বলে জানা গিয়েছে। কয়েকদিন পরেই টেস্ট সিরিজে মুখোমুখি হতে চলেছেন বিরাট কোহলি এবং জো রুট। তবে তার আগেই মাঠের বাইরের লড়াইয়ে বিরাট কোহলিকে পরাজিত করলেন রুট।

n282603304a387c4816cdf98c380f1b6959100291410b85c327afa4b57a2a76ce3b189d489

ইংল্যান্ড ক্রিকেট বোর্ড তাদের টেস্ট ফরম্যাটের এবং সীমিত ওভারের ক্রিকেটদের জন্য আলাদা আলাদা টাকার চুক্তি করে। ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়ক জো রুট বোর্ডের কাছ পারিশ্রমিক হিসেবে পায় বছরে 7 লক্ষ পাউন্ড, যা ভারতীয় টাকায় আনুমানিক 7 কোটি 22 লক্ষ টাকা। অপরদিকে বিরাট কোহলি ভারতীয় ক্রিকেট বোর্ডের চুক্তি অনুযায়ী ‘এ+’ ক্রিকেটার। বিরাট কোহলি বছরে বিসিসিআইয়ের থেকে পারিশ্রমিক হিসেবে পায় সাত কোটি টাকা। অর্থাৎ অধিনায়ক হিসেবে বছরে বিরাট কোহলির থেকে 22 লক্ষ টাকা বেশি উপার্জন করেন জো রুট।

তবে স্পনসর এবং অন্যান্য আয়ের দিক থেকে যদি বিচার করা হয় তাহলে বিরাট কোহলির ধারেকাছেও নেই জো রুট। বিরাট স্পনসর এবং অন্যান্য ক্ষেত্রে থেকে যা উপার্জন করে তার 1% টাকাও উপার্জন হয় না রুটের।


Udayan Biswas

সম্পর্কিত খবর