বিশ্বকাপের প্রথম দিনেই মন ভাঙলো সৌরভের! মাটিতে মিশিয়ে দেওয়া হলো তার ২টি রেকর্ড

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) হল ভারতীয় ক্রিকেট ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নাম। অনেকেই তাকে মনে রাখেন একজন দক্ষ অধিনায়ক হিসেবে। কিন্তু আইসিসি টুর্নামেন্টগুলিতে তার ব্যাটিং পরিসংখ্যানের সঙ্গে পাল্লা দেওয়ার মতো ব্যাটার খুব কমই রয়েছে বিশ্বক্রিকেটে। কিন্তু চলতি ওডিআই বিশ্বকাপের (2023 ODI World Cup) প্রথম ম্যাচে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড (England vs New Zealand) যখন একে অপরের মুখোমুখি হয় তখন ভারতীয় ক্রিকেটপ্রেমীদের জন্য দুটি অনভিপ্রেত ঘটনা ঘটে।

টসে জিতে প্রথমে জো রুটদের ব্যাটিং করতে পাঠায় নিউজিল্যান্ড। কিন্তু ইংল্যান্ড প্রত্যাশা মতো ব্যাট হাতে দাপট দেখাতে পারেনি। একমাত্র ইংল্যান্ড ক্রিকেটার হিসেবে প্রথম ইনিংসে অর্ধশতরানের গন্ডি টপকাতে পেরেছিলেন রুট। আর তিনি সেই কাজটা করার আগেই ভেঙে দিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় দুটি রেকর্ড।

প্রথমত এতদিন আইসিসি টুর্নামেন্টে দ্রুততম ১০০০ রান সম্পূর্ণ করা ক্রিকেটারদের তালিকায় শীর্ষস্থানে যে তিনজন ছিলেন তারা তিনজনই ছিলেন ভারতীয়। শিখর ধাওয়ান কাজটা করেছিলেন ১৬ ইনিংসে এবং সচিন টেন্ডুলকার এই কাজটা করেছিলেন ১৮ ইনিংসে। ২০ ইনিংসে ১,০০০ রান করে তৃতীয় স্থানে ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কিন্তু এদিন ১৯ ইনিংসে ওই মাইল ফলক ছুঁয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়কে তৃতীয় স্থান থেকে ঠেলে বার করে দিয়েছেন রুট।

joe root odi wc

আরও পড়ুন: অজিদের বিরুদ্ধে নামার আগে বড় রহস্য ফাঁস করলেন রোহিত! ভারতকে বিশ্বকাপ জেতাতে ছেড়ে দিয়েছেন সব

শুধু তাই নয়, আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকাতেও সৌরভ গঙ্গোপাধ্যায়কে টপকে গিয়েছেন রুট। ৪২৪ ম্যাচ খেলে সৌরভ ১৮,৫৭৫ রান করেছেন। এই ম্যাচে নামার আগে সৌরভকে টপকে যাওয়ার জন্য রুটের প্রয়োজন ছিল মাত্র ২০ রান। রুট করেছেন ৭৭ রান। এই মুহূর্তে তার আন্তর্জাতিক রান সংখ্যা ১৮,৬০২।

আরও পড়ুন: বিশ্বকাপের শুরুতে গেরুয়া জার্সিতে মাঠে নামলেন রোহিত, কোহলি! সনাতন জার্সি, মন্তব্য ভক্তদের

ইংল্যান্ড যে আজ ২৮৩ রানের টার্গেট নিউজিল্যান্ডের সামনে রাখতে পেরেছে তার মূল কারণ ছিলেন এই রুট। তবে ব্যাটিং করতে নেমে দ্রুত এক উইকেট হারালেও রান তাড়ার শুরুটা দুর্দান্তভাবে করেছে নিউজিল্যান্ড। প্রতিবেদনটি লেখার সময় ৭ ওভারে এক উইকেট হারিয়ে তারা তুলে ফেলেছে রান।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর