কোহলি কিংবা স্মিথ নন! রুটের চোখে বিশ্বের সেরা ক্রিকেটার কে? নাম জানলে অবাক হবেন

বাংলা হান্ট ডেস্ক: বর্তমানে বিশ্ব ক্রিকেটে বিরাট কোহলি থেকে শুরু করে স্টিভ স্মিথ, কেন উইলিয়ামসন এবং জো রুটের (Joe Root) মতো কিংবদন্তি খেলোয়াড়রা এক বিশেষ স্থান দখল করে রেখেছেন। শুধু তাই নয়, এই ক্রিকেটাররা একাধিক দুর্ধর্ষ নজিরেরও অধিকারী। তবে, বর্তমান সময়ের সেরা খেলোয়াড় সম্পর্কে কিছুটা ভিন্ন মত পোষণ করেছেন ইংল্যান্ডের কিংবদন্তি ব্যাটার জো রুট। তিনি বিরাট কোহলি বা স্টিভ স্মিথের নাম না নিয়ে তাঁরই এক সতীর্থকে এদিক থেকে সবার ওপরে রেখেছেন।

কি জানালেন জো রুট (Joe Root):

মূলত, জো রুট (Joe Root) বর্তমানে বিশ্বের সেরা ক্রিকেটার হিসেবে ২৫ বছর বয়সী হ্যারি ব্রুকের ভূয়সী প্রশংসা করেছেন। জানিয়ে রাখি যে, ব্রুক এখনও পর্যন্ত ইংল্যান্ডের হয়ে ২৩ টি টেস্ট খেলেছেন এবং অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করেছেন। তিনি ইতিমধ্যেই ৬১.৬২ এভারেজে ২,২৮০ রান করেছেন এবং ৮৮.৫৭-এর দুর্দান্ত স্ট্রাইক রেট বজায় রেখেছেন। এই ডানহাতি ব্যাটার ২০২২ সালের সেপ্টেম্বরে টেস্ট অভিষেক করেন।

এদিকে, নিউজিল্যান্ড সফরেও টেস্ট সিরিজে নিজের দাপট বজায় রেখেছেন ব্রুক। তিনি এখনও পর্যন্ত ওই টেস্ট সিরিজে ৩ টি ইনিংস খেলেছেন। যার মধ্যে ব্রুক ২ টি সেঞ্চুরি ও ১ টি হাফ-সেঞ্চুরি করেছেন। এমতাবস্থায়, নিউজিল্যান্ড বনাম ইংল্যান্ড দ্বিতীয় টেস্টের পর রুট (Joe Root) বলেছেন, “যদি আমাকে জিজ্ঞাসা করেন, তাহলে ব্রুক এই মুহূর্তে বিশ্বের সেরা খেলোয়াড়।”

আরও পড়ুন: ঘুষ কাণ্ডের পরেই বড় সিদ্ধান্ত! আমেরিকার ফান্ডিং প্রত্যাখ্যান করলেন আদানি, স্পষ্ট জানালেন…..

তিনি (Joe Root) আরও বলেন, “ব্রুকের খেলা সব দিক থেকেই চমৎকার। সে চাপ সামলাতে পারে। সে চাপ দিতেও পারে। মাথার ওপর দিয়ে বিশাল ছক্কা মারতে পারে। এর পাশাপাশি মাথার ওপর দিয়ে স্কুপ শট খেলেও সে ছক্কা মারতে পারে। ব্রুক স্পিন এবং সীম উভয় বলেই বড় শট খেলে। তার সামনে বোলিং করা খুবই কঠিন।”

আরও পড়ুন: IPL শুরুর আগে বিরাট দুঃসংবাদ! দল থেকে চিরতরে বাদ পড়লেন KKR-এর এই তারকা প্লেয়ার

প্রসঙ্গত উল্লেখ্য যে, হ্যারি ব্রুক নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ১১৫ বলে ১২৩ রানের একটি দুর্ধর্ষ ইনিংস খেলেন। যেখানে ইংল্যান্ড ৩২৩ রানে জিতেছিল। প্রথম ইনিংসে ৪৩ রানে ৪ উইকেট হারানোর পর ইংল্যান্ড যখন লড়াই করছিল তখন ব্রুক এই সেঞ্চুরি করেন। এদিকে, ব্রুক দ্বিতীয় ইনিংসে ৫৫ রান করেন এবং রুট সেঞ্চুরি (১০৬ রান) করেন। প্রথম টেস্টে ১৭১ রানের ইনিংস খেলে নিউজিল্যান্ডকে নিজের দাপট দেখিয়েছিলেন ব্রুক। তিনি তাঁর সংক্ষিপ্ত কেরিয়ারে ৮ টি টেস্ট সেঞ্চুরি ও ১০ টি হাফ-সেঞ্চুরি করেছেন। ডবল সেঞ্চুরিও করেছেন তিনি। আগামী ১৪ ডিসেম্বর থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ও শেষ টেস্ট খেলবে ইংল্যান্ড দল।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর