বড়সড় পাল্টি! যোগেশচন্দ্র ল’ কলেজ মামলায় সাব্বিরের হয়েই আদালতে রাজ্য সরকার

বাংলা হান্ট ডেস্কঃ ক্রমশ জল ঘোলা হচ্ছে যোগেশচন্দ্র ল’ কলেজে। কদিন আগেই কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে কড়া পুলিশ পাহাড়ায় যোগেশচন্দ্র কলেজের আইনি বিভাগের সরস্বতী পুজো হয়েছে। এই মামলায় বহিরাগত সাব্বির আলীর বিরুদ্ধে উঠেছে অভিযোগ। এবার সবাইকে অবাক করে দিয়ে এই সাব্বির আলীর হয়েই আদালতে সাওয়াল করতে চলেছে রাজ্য সরকার। অথচ আগের দুই শুনানিতে প্রশ্ন তোলা হয়েছিল বহিরাগত হয়েও সাব্বির কেন কলেজে প্রবেশের করবে সেই বিষয়ে।

সাব্বিরের পক্ষ নিয়ে হাইকোর্টে (Calcutta High Court) সওয়াল রাজ্যের

তখন মূলত তার বিরোধিতাই করেছিল রাজ্য। আগের দুই শুনানিতে সাব্বিরের বিরুদ্ধে সওয়াল করেছিলেন আইনজীবী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়। জানা যাচ্ছে, আসন্ন শুনানিতে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে। সূত্রের খবর সাব্বির ঘনিষ্ঠ মন্ত্রী মলয় ঘটকের নির্দেশে এবার এই মামলার শুনানিতে রাজ্য সরকারের হয়ে সাওয়াল করবেন আইনজীবী স্বপন বন্দ্যোপাধ্যায়।

আইন বিশেষজ্ঞদের মতে এই বিষয়টি একেবারে অনভিপ্রেত। কারণ গত দুই শুনানিতে রাজ্যের তরফে আদালতের (Calcutta High Court) সাওয়াল করা হয়েছিল বহিরাগত হয়েও কেন সাব্বির আলী কলেজের সরস্বতী পুজোয় ঢুকেছিলেন? এটাই ছিল রাজ্যের মূল সাবমিশন। সেখানে প্রিন্সিপালের পক্ষ নিয়ে সওয়াল করেছিল রাজ্য সরকার। প্রিন্সিপালকে নিরাপত্তা দেওয়ার পাশাপাশি বলা হয়েছিল কলেজের পুজো সুষ্ঠুভাবে সম্পন্ন করার কথাও।

আরও পড়ুন: অ্যাডমিট কার্ড দেখালেই ছাড়! মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বড় উদ্যোগ

সেই সময় গোটা সাবমিশনে মূলত সাব্বিরের বিপক্ষেই সওয়াল করা হয়েছিল। সেখানে বিচারপতি জয় সেনগুপ্ত ওই কলেজের নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করার নির্দেশ দিয়েছিলেন। বুধবার আদালতে (Calcutta High Court) আবার এই মামলার শুনানি রয়েছে। সেখানে পুলিশকে রিপোর্ট দিতে বলা হয়েছে। তবে এবারের শুনানির বিশেষত্ব হল সাব্বিরের বিপক্ষে নয় বরং পক্ষ নিয়ে আদালতে সাওয়াল করবে রাজ্য সরকার।

Calcutta High Court big order in Madrasah Service Commission teacher recruitment exam 2024

যোগেশচন্দ্র আইন কলেজ এবং যোগেশচন্দ্র ডে কলেজের ক্লাস হয় একই ক্যাম্পাসে। আইন কলেজের পড়ুয়ারা, তাঁদের কলেজ চত্বরে সরস্বতী পুজো করতে চেয়ে হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছিলেন। সেই সময় অভিযোগে কলেজের বহিরাগত ইস্যুটিও জানিয়েছিলেন মামলাকারী। এই মামলায় মূলত অভিযোগ করা হয়েছিল বহিরাগত সাব্বির আলীর বিরুদ্ধে।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর