বাংলাহান্ট ডেস্ক: মুক্তির তারিখ ক্রমেই এগিয়ে আসছে। কিন্তু ‘পাঠান’ (Pathan) নিয়ে বিতর্ক থামার কোনো লক্ষণই নেই। প্রথমে ‘বেশরম রঙ’ এবং পাঠান ছবির নাম নিয়ে বিতর্ক চলছিল। এবার ছবির অভিনেতাদের মধ্যেও বিবাদের খবর নিয়ে শুরু চর্চা। শাহরুখ খান (Shahrukh Khan) এবং জন আব্রাহামের (John Abraham) মধ্যে মনোমালিন্যের খবর আপাতত রয়েছে সংবাদ শিরোনামে।
বিতর্কের সূত্রপাত স্বঘোষিত ফিল্ম সমালোচক কামাল আর খানের একটি টুইট থেকে। তিনি দাবি করেছিলেন, জন নাকি শাহরুখের উপরে খাপ্পা। কারণ কিং খান এবং দীপিকা পাডুকোন যে পরিমাণে লাইমলাইট পাচ্ছেন, জন নাকি তার সিকিভাগও পাচ্ছেন না। তাই পাঠান সংক্রান্ত কোনো প্রশ্নও নাকি এড়িয়ে যাচ্ছেন তিনি।
সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে পাঠান নিয়ে প্রশ্নের মুখে পড়েন জন। একটি ব্র্যান্ডের প্রচারে এসেছিলেন তিনি। সেখানেই একজন সাংবাদিক বলেন, তিনি যদি পাঠান নিয়ে দু লাইন বলেন। শাহরুখের ব্যাপারেও প্রশ্ন করতে যাচ্ছিলেন তিনি। কিন্তু প্রশ্ন শেষ করতে না দিয়েই সেখান থেকে উঠে চলে যান জন।
দুই তারকার বিবাদের গুঞ্জনে কার্যত আরো ধুনো দেয় জনের এই আচরণ। কিন্তু তারপরেই অবশ্য অন্য রূপ দেখা যায় অভিনেতার। নিজের টিম এবং দর্শকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, পাঠান ট্রেলারকে সবাই এত ভালবাসা দিয়েছেন যে তিনি আপ্লুত। এই ছবিটি বানাতে অনেক পরিশ্রম করেছেন সবাই।
https://www.instagram.com/reel/CnWHYBRj9Zi/?igshid=YmMyMTA2M2Y=
প্রযোজক আদিত্য চোপড়াকেও কৃতজ্ঞতা জানিয়েছেন জন। তিনি যে তাঁকে ভাল চরিত্রই দিয়েছেন বরাবরের মতো তা নিয়ে তাঁর কোনো সন্দেহ নেই। পাঠান নিয়ে তাঁর অনেক কিছুই বলার আছে। কিন্তু আগামী ২৫ জানুয়ারি বড়পর্দায় ছবিটি আসার অপেক্ষায় রয়েছেন তিনি।
প্রসঙ্গত, পাঠান ছবিতে শাহরুখের বিপরীতে খলনায়কের ভূমিকায় দেখা যাবে জনকে। ট্রেলারে তাঁকে এক প্রাইভেট সন্ত্রাসবাদী সংগঠনের মাথা হিসাবে দেখানো হয়েছে। জনকে নতুন অবতারে দেখার জন্যও মুখিয়ে রয়েছেন দর্শকরা।