কেরালাতে মোদির কোনো প্রভাব নেই বললেন জন আব্রাহাম

বাংলা হান্ট ডেস্ক: কেরালাবাসীর উদারতার কারণ জানিয়েছেন বলিউড অভিনেতা জন আব্রাহাম।তার মতে, ধর্ম নিয়ে হানাহানি ভারতে নিয়মিত ঘটনা হলেও ব্যতিক্রম দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য কেরালা।

তিনি বলেন, “কমিউনিস্ট মনোভাবের কারণে আজো কেরালার ১০ মিটারের মধ্যে মন্দির, মসজিদ, গির্জার সহাবস্থান দেখা যায়”। ‘মাদ্রাস ক্যাফে’, ‘বাটলা হাউস’র মতো ছবির নায়ক জন আব্রাহাম কোনো রাজনৈতিক দলকে প্রকাশ্যে সমর্থন দেখাননি।

এবার একটি বই প্রকাশ অনুষ্ঠানে এসে নিজের রাজনৈতিক মতামত ব্যক্ত করলেন তিনি। তিনি বললেন, “কেরালা এখনো মোদি-তাড়িত হয়নি। কেরালার সৌন্দর্য এখানেই। এখানে ১০ মিটারের মধ্যে মন্দির, মসজিদ, গির্জা শান্তিপূর্ণভাবে রয়েছে। কোনো ঝামেলা নেই। সারা দুনিয়ায় যখন মেরুকরণ চলছে, তখন কেরালায় সমস্ত ধর্ম ও সম্প্রদায়ের মানুষ শান্তিপূর্ণভাবে সহাবস্থান করছে। যখন ফিদেল কাস্ত্রো মারা গেলেন, আমি কেরালায় গিয়েছিলাম। তখন সারা রাজ্যে তার ছবি, হোর্ডিং টানিয়ে শোক জ্ঞাপন করা হয়েছিল। আর কোনো রাজ্যে এ রকম হয়নি।সেই দিক থেকে কেরালা সত্যিই কমিউনিস্ট”।

আরো বললেন, “আমার বাবা ছোটবেলায় আমাকে মার্কসবাদ নিয়ে অনেক বই পড়াতেন। বেশিরভাগ মাল্লু (মালয়ালি)–র একটি কমিউনিস্ট সত্ত্বা রয়েছে। আমরা সাম্যবাদে বিশ্বাস করি। অর্থের সমবণ্টনে বিশ্বাস করি। কেরালা এই সাম্যবাদেরই দৃষ্টান্ত”।

সম্পর্কিত খবর