নির্বুদ্ধিতার চূড়ান্ত! হার্ট অ্যাটাকের হাস‍্যকর কারণ ব‍্যাখ‍্যা করে ট্রোলের শিকার জন আব্রাহাম

বাংলাহান্ট ডেস্ক: বলিউড ফ‍্যানদের বেশ প্রিয় অভিনেতা জন আব্রাহাম (john abraham)। ছবির পরিমাণ কম হলেও বা বক্স অফিসে তেমন সাড়া ফেলতে না পারলেও বহু বছর ধরে ইন্ডাস্ট্রিতে টিকে রয়েছেন তিনি। নিজস্ব ফ‍্যানবেসও আছে। কিন্তু সম্প্রতি তিনি এমন একটি কথা বলেছেন যাতে ভিরমি খাওয়ার অবস্থা সকলের।

কী এমন বললেন জন? আসলে তিনি হার্ট অ্যাটাকের কারণ ব‍্যাখা করছিলেন। সাম্প্রতিক কালে চিকিৎসকদের চিন্তার অন‍্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে হার্ট অ্যাটাক। মূলত ৪০ এর আশেপাশে বয়সের ব‍্যক্তিরা এখন হৃদরোগের শিকার বেশি হচ্ছেন। বিনোদন জগতের একাধিক তারকার মৃত‍্যু ঘটেছে আচমকা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে।

BeFunky collage 2021 12 10T1
সম্প্রতি কপিল শর্মা শো তে এসে হার্ট অ্যাটাকের কারণ ব‍্যাখ‍্যা করেন জন। তাঁর দাবি অনুযায়ী, তেল যেমন জলের ওপরে ভাসে, তেমনি ট্রাইগ্লিসারাইড হল রক্তের মধ‍্যে থাকা বুদবুদ। যখন মানুষ স্ট্রেসের মধ‍্যে থাকে তখন এই বুদবুদগুলিই হৃদযন্ত্রে পৌঁছে গিয়ে হার্ট অ্যাটাকের কারণ হয়।

জনের এমন ব‍্যাখ‍্যা শুনে হতবাক নেটনাগরিকরা। আসলে হার্ট অ্যাটাকের সঙ্গে জড়িত মানসিক ও শারীরিক স্ট্রেসের যে কারণ অভিনেতা বলেছেন তা বিজ্ঞানসম্মত। কিন্তু বাকি বিষয়টাতেই গণ্ডগোল করে ফেলেছেন জন। যে ট্রাইগ্লিসারাইডকে তিনি রক্তের মধ‍্যে থাকা বুদবুদ বলে ব‍্যাখ‍্যা করেছেন তা আসলে এক রকমের ফ‍্যাট। শরীরের যতটুকু ক‍্যালোরির প্রয়োজন না পড়ে তা ট্রাইগ্লিসারাইডে পরিণত হয়। পরে হরমোন সেই সঞ্চিত ফ‍্যাটকে শক্তিতে রূপান্তরিত করে।

স্বাভাবিক ভাবেই জনের এমন বক্তব‍্য ট্রোলারদের দৃষ্টি আকর্ষণ করতে দেরি করেনি। একজনের প্রশ্ন, বলিউড তারকারা নিজেদের নির্বুদ্ধিতা প্রমাণ করার জন‍্য এমন উঠেপড়ে লাগেন কেন? আরেক জন অভিনেতাকে ‘বিউটি উইদাউট ব্রেন’ বলে কটাক্ষ শানিয়েছেন।

প্রসঙ্গত, কিছুদিন আগে মুক্তি পেয়েছে জনের ‘সত‍্যমেব জয়তে ২’। দুই যমজ সন্তানের বাবার চরিত্রে অভিনয় করেছেন তিনি। তাঁর বিপরীতে রয়েছেন দিব‍্যা খোসলা কূমার। ছবির পরিচালনায় রয়েছেন মিলাপ জাভেরি। গত ২৬ নভেম্বর মুক্তি পেয়েছে সত‍্যমেব জয়তে ২।

Niranjana Nag

সম্পর্কিত খবর