ভোটের আগেই তৃণমূলে সরকারি পদ পাচ্ছেন একসময়ের হেভিওয়েট এই BJP নেতা? তোলপাড় বাংলা

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ চা বলয়ে ক্রমশ শক্তি বৃদ্ধি পাচ্ছে তৃণমূলের (Trinamool Congress)। বিশেষ করে বিজেপির প্রাক্তন সাংসদ জন বারলা বিজেপি ত্যাগ করে তৃণমূল শিবিরের নাম লেখানোর পর থেকে আরও দাপট বৃদ্ধি পেয়েছে তৃণমূল কংগ্রেসের। এরই মধ্যে কানাঘুষে শোনা যাচ্ছে তৃণমূলে যোগ দেওয়ার পর খুব তাড়াতাড়ি কোন সরকারি পদ পাবেন তিনি। প্রসঙ্গত আগামী ১১ই এপ্রিল তৃণমূল কংগ্রেসের জলপাইগুড়িতে প্রভিডেন্ট ফান্ড কমিশনের আঞ্চলিক অফিস ঘেরাও করতে চলেছে। দলের এই কর্মসূচিতে জন বারলার উপস্থিতি ঘিরে তৈরি হয়েছে চাপা গুঞ্জন। যদিও এখনই এই বিষয়ে খোলসা করে বলা হচ্ছে কিছুই।

তৃণমূলে (Trinamool Congress) সরকারি পদ পাচ্ছেন জন বারলা?

জন বারলা এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেননি। তবে এই জল্পনা প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) রাজ্যসভার সাংসদ প্রকাশ চিকবড়াইক-ও সাসপেন্স রেখে বলেছেন, ‘জন বারলা পদযাত্রায় যোগ দেবেন কিনা সেটার কোনও তথ্য পাইনি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যা নির্দেশ দেবেন তাই হবে।’ জানা যাচ্ছে আগামী ৮ এপ্রিল সংকোশ এবং এলেনবাড়ি থেকে পদযাত্রা হবে তৃণমূলের। সেখানে জন বারলার যোগ দিতে পারেন। তারপর  ১১ এপ্রিল পিএফ অফিস ঘেরাও কর্মসূচি রয়েছে।

তবে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) প্রতি যে তাঁর পূর্ণ সমর্থন রয়েছে তা তিনি তাঁর কথাবার্তাতেই স্পষ্ট করে দিয়েছেন। চা–বাগানের জমির পাট্টা দেওয়ার বিষয়ে বাংলার মমতা বান্দ্যোপাধ্যায়কে সমসার্থন করে তিনি বলেছেন, ‘মুখ্যমন্ত্রী এখানকার চা–শ্রমিকদের জমির পাট্টার ব্যবস্থা করে দিয়েছেন। শ্রমিকরা চান তাঁরা যেটুকু জমিতে বংশপরম্পরায় বসবাস করছেন সেই পুরো জমিই পাট্টা দেওয়া হোক। এটা মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বললে হয়ে যাবে, আমি নিশ্চিত।’

আরও পড়ুন: ঘুচবে বদনাম! এই প্রকল্পে কেন্দ্রীয় বরাদ্দ বৃদ্ধির আশায় রাজ্য

সদ্য তৃণমূলে যোগ দিলেও জন বারলা মনে করেন, অসমে চা–বাগানের আদিবাসী শ্রমিকদের তুলনায় বাংলায় আদিবাসী শ্রমিকদের আর্থ–সামাজিক পরিস্থিতি অনেক ভাল। তাঁর কথায়, ‘অসমের শ্রমিকদের জমির পাট্টা দেয়নি বিজেপি সরকার। উত্তরবঙ্গে তৃণমূল কংগ্রেস দীর্ঘ কয়েক বছর উল্লেখযোগ্য ভোট না পেলেও মুখ্যমন্ত্রী একাধিক প্রকল্প চালু করেছেন।’ কিন্তু  বিজেপি  শ্রমিক স্বার্থে একটাও প্রকল্পের চালু করতে পারেনি বলে দাবি করেছেন তিনি।

Trinamool Congress

উত্তরবঙ্গের পর্যটন শিল্পের পাশপাশি চা–বাগান গুলিকেও ইদানিং বিশেষ গুরুত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী। এমনকি পর্যটনের স্বার্থে চা–বাগানের অব্যবহৃত জমির ৩০ শতাংশ ব্যবহার করে আয়ের সুযোগ করে দেওয়া হচ্ছে। এই বিষয়টিকে পূর্ণ সমর্থন জানিয়েছেন জন বারলা। তাঁর দাবি, ‘এটা নিয়ে বিজেপি রাজনৈতিক ফায়দা তোলার খেলায় মেতেছে।’

Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর

X