‘তৃণমূলেই ছিলেন জন বার্লা’! উপনির্বাচনের আগে এক দাবিতে তোলপাড় রাজ্য!

বাংলা হান্ট ডেস্কঃ বিগত কয়েকদিন ধরেই শিরোনামে রয়েছেন জন বার্লা (John Barla)। তৃণমূলের সঙ্গে তাঁর বাড়তে থাকা ‘ঘনিষ্ঠতা’ নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। মাথাচাড়া দিয়েছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর দলবদলের জল্পনা। এই আবহে এবার বিরাট দাবি করে বসলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব।

  • ‘তৃণমূলেই ছিলেন জন বার্লা’ (John Barla)!

আগামী ১৩ নভেম্বর পশ্চিমবঙ্গের ৬টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন রয়েছে। এর মধ্যে অন্যতম হল মাদারিহাট। শনিবার এই আসনের তৃণমূল (Trinamool Congress) প্রার্থীর হয়ে বানারহাটে প্রচারে গিয়েছিলেন শিলিগুড়ির মেয়র। সেখান থেকেই জন বার্লাকে নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন গৌতম। বলেন, তৃণমূলেই ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী!

সাংবাদিকদের মুখোমুখি হয়ে গৌতম দেব (Goutam Deb) বলেন, ‘ও তো তৃণমূলেই ছিল। কলকাতায় যেদিন জয়েন করেছিল, আমি তো ছিলাম। ও একজন অভিজ্ঞ রাজনীতিক। কার হাত ধরে উন্নয়ন সম্ভব ও বোঝে’। শিলিগুড়ির মেয়রের এই মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে পদ্ম শিবির।

আরও পড়ুনঃ আরজি কর কাণ্ডে নয়া মোড়! সাপ্লিমেন্টারি চার্জশিটে এই ২ ‘রাঘব বোয়ালে’র নাম? তোলপাড় রাজ্য

বিজেপির দাবি, তাদের টিকিটে সাংসদ ছিলেন জন বার্লা। কেন্দ্রীয় মন্ত্রীও হয়েছিলেন তিনি। তাহলে তিনি তৃণমূল কংগ্রেসে কীভাবে থাকেন? এদিকে ইতিমধ্যেই শিলিগুড়ির মেয়রের মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়ে গিয়েছে।

John Barla

বিজেপি (BJP) সূত্রে জানা যাচ্ছে, কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার পরেও সেভাবে কাজ না করতে পারার কারণে এবার আর জন বার্লাকে প্রার্থীপদ দেওয়া হয়নি। এদিকে তৃণমূলের সঙ্গে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর বাড়তে থাকা ‘ঘনিষ্ঠতা’ দেখে অনেকের প্রশ্ন, তিনি কি কাজ করতে পারেননি নাকি জোড়াফুল শিবিরের সঙ্গে ‘আঁতাত’ করে পরিকল্পিতভাবে নিষ্ক্রিয় থেকেছেন?

বিগত কয়েকদিনে তৃণমূলের একাধিক নেতার সঙ্গে সাক্ষাৎ হয়েছে জন বার্লার (John Barla)। মাদারিহাট উপনির্বাচনের জোড়াফুল প্রার্থীর সঙ্গেও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে দেখা গিয়েছে। ফলে রাজনৈতিক বিশেষজ্ঞদের অনুমান, জন বার্লার তৃণমূলে নাম লেখানো এখন কার্যত সময়ের অপেক্ষা। মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরের সময়ই তা হয় কিনা, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর