মাদক সেবনের অপরাধে গ্রেফতার হর্ষ-ভারতী, বিষ্ফোরক মন্তব‍্য জনি লিভারের

বাংলাহান্ট ডেস্ক: নিষিদ্ধ মাদকদ্রব‍্য (drugs) রাখা ও সেবন করার অপরাধে নারকোটিকস কন্ট্রোল ব‍্যুরোর (NCB) হাতে গ্রেফতার হলেন জনপ্রিয় কমেডিয়ান ভারতী সিং (bharti singh)। গত শনিবার সকালেই আচমকা ভারতী ও তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়ার মুম্বইয়ের বাড়িতে হানা দেয় NCBর টিম। তল্লাশির পর উদ্ধার হয় গাঁজা। তারপরেই ভারতী ও হর্ষকে জিজ্ঞাসাবাদের জন‍্য তুলে নিয়ে যায় NCB।

ভারতী ও হর্ষের গ্রেফতারির পর এবার মাদক সেবন নিয়ে সরব হলেন জনপ্রিয় কৌতুক অভিনেতা জনি লিভার (johnny lever)। এক সংবাদ মাধ‍্যমের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেন, ভারতী ও হর্ষ জেল থেকে বেরোনোর পর যেন সহকর্মীদের সঙ্গে কথা বলেন। তাঁদের দুজনেরই বয়স কম। এমন বয়সে মাদক মামলায় নাম উঠে এলে নিঃসন্দেহে তা পরিবারের পক্ষে কষ্টকর।

   

IMG 20201121 200533
অভিনেতা আরো বলেন, সঞ্জয় দত্ত সকলের সামনে অপরাধ স্বীকার করে নিয়েছিলেন। এর থেকে বড় উদাহরণ আর কিছু নেই। তবে মাদকের নেশা যদি বলিউডের বিভিন্ন বয়সী তারকারা ডুবে যায় তাড়লে এই ইন্ডাস্ট্রি বদনাম হয়ে যাবে।

প্রসঙ্গত, শনিবার ফটোগ্রাফার ভাইরাল ভয়ানির পোস্ট করা ভিডিওতে দেখা যায়, NCBর মুম্বইয়ের জোনাল অফিসের সামনে প্রথমে একটি সাদা ও পরে একটি লাল গাড়িতে করে এসে পৌঁছান হর্ষ ও ভারতী। সাংবাদিকরা মাদকের সম্পর্কে প্রশ্ন করলে ভারতী উত্তর দেন, শুধুমাত্র জিজ্ঞাসাবাদের জন‍্যই তাঁদের তুলে আনা হয়েছে।

অপরদিকে NCB মুম্বইয় জোনাল অফিসের ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে জানান, মাদক রাখার অপরাধে গ্রেফতার করা হয়েছে ভারতীকে ও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে হর্ষকে। জিজ্ঞাসাবাদে দুজনেই মাদক সেবনের কথা স্বীকার করেন বলে জানা গিয়েছে। এরপরেই গ্রেফতার করা হয় তাঁদের। বর্তমানে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে রাখা হয়েছে হর্ষ ভারতীকে।

জানা গিয়েছে, ধৃত এক মাদক পাচারকারীর বয়ানের ভিত্তিতেই ভারতী ও হর্ষের বাড়িতে আচমকা হানা দেয় NCB। তাঁদের বাড়ি থেকে উদ্ধার হয় সাড়ে ৮৬ গ্রাম গাঁজা। ভারতীই ছোটপর্দার প্রথম তারকা যার বাড়িতে NCB তল্লাশি হল।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর