মাঝরাতের মজলিসে DJ মিঠুন, না চিনে টিপস দিতে গিয়েছিলেন জনি লিভার! তারপর?

বাংলাহান্ট ডেস্ক: একটা লম্বা সময় পার করে বাংলা সিনে ইন্ডাস্ট্রিতে ফিরেছেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। শুধু বাংলা সিনেমায় কাজ করাই নয়, ছোটপর্দায় রিয়েলিটি শোতেও দেখা যাচ্ছে তাঁকে। ডান্স বাংলা ডান্স শোতে মহাগুরুর আসনে কামব্যাক করেছেন মিঠুন। ঘরের ছেলে ঘরে ফেরায় খুশি বাংলার দর্শকরাও।

ডান্স বাংলা ডান্সে মহাগুরু হিসাবে প্রথম দেখা যায় মিঠুনকেই। মাঝে অনেক দিন তাঁকে দেখা যায়নি এই শোতে। হিন্দি রিয়েলিটি শো নিয়েই ব্যস্ত ছিলেন তিনি। তবে এবারে সেই পুরনো মিঠুনকে মহাগুরু হিসাবে ফিরে পেয়ে উচ্ছ্বসিত দর্শকরা। সাম্প্রতিক পর্বে শুধু মিঠুন নয়, দেখা গেল তাঁর ছোট ছেলে নমশি চক্রবর্তীকেও।

mithun namashi

আসলে খুব শিগগিরি মুক্তি পেতে চলেছে নমশির প্রথম বলিউড ডেবিউ ছবি ‘ব্যাড বয়’। সেই ছবির প্রচারেই ডান্স বাংলা ডান্সে এসেছিলেন নমশি, ছবির নায়িকা আমরিন এবং কিংবদন্তি জনি লিভার। নাচে, আড্ডায়, মজায় জমে উঠেছিল এদিনের পর্ব। উপরি পাওনা ছিল জনি লিভার এবং মিঠুনের কিছু অজানা কাহিনি।

একসঙ্গে বেশ কিছু ছবিতে কাজ করেছেন দুই কিংবদন্তি। তাই দুজনকে একসঙ্গে পেয়ে সঞ্চালক অঙ্কুশ হাজরা আবদার করেন, মহাগুরুর সম্পর্কে এমন কিছু বলতে যা কেউ জানে না। তখনই কৌতুকশিল্পী জানালেন এক অজানা মজার কাহিনি।

উটিতে মিঠুনের হোটেলে ফিল্ম ইন্ডাস্ট্রির অনেকে মিলে গিয়েছিলেন তাঁরা। মাঝরাতে নাচ গান হইহুল্লোড় করার ইচ্ছা হয় সকলের। শুরু হয় ডিস্কো। মিঠুনদার হোটেল মানে ‘আপনা হোটেল’, এমনি ব্যাপার ছিল। কিন্তু চলতে চলতে হঠাৎ করেই ডিস্কো বন্ধ। সবাই মিলে গিয়ে ধরেন ম্যানেজারকে। তিনি আবার ডিজে কে ঘুম থেকে তুলে নিয়ে আসেন।

johnny lever

সেই ডিজে এসে জমিয়ে দিয়েছিলেন ডিস্কো। সুপারহিট সব হিন্দি গান চালিয়ে সবাইকে খুশি করে দিয়েছিলেন তিনি। জনি জানান, ডিজের উপরে খুশি ৫০০ টাকা টিপস দিতে গিয়েছিলেন একজন। তখনই ঘটে অবাক কাণ্ড। টুপি খুলে ডিজে এই মারে কী সেই মারে! ৫০০ টাকা টিপস দেবে! সবাইকে অবাক করে দিয়ে জনি লিভার জানান, ওই ডিজে আসলে ছিলেন মিঠুন নিজেই।

তাঁর কথা শুনে পুরনো স্মৃতি ঝালিয়ে নেন মহাগুরুও। মিটিমিটি হাসতে দেখা যায় তাঁকে। জনি লিভার অনেক দিনের পুরনো বন্ধু মিঠুনের। শুধু সহকর্মী হিসেবেই নয়, ভাল বন্ধুত্বের সম্পর্কও রয়েছে তাঁদের মধ্যে। তাই এই পর্বে ছেলের সঙ্গে পুরনো বন্ধুকে পেয়ে খুশি হয়েছিলেন মিঠুনও।

Niranjana Nag

সম্পর্কিত খবর