দিলীপ কুমারের শেষকৃত‍্যে হাসিমুখে জনি লিভার, ভিডিও ভাইরাল হতেই আক্রমণ নেটজনতার

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বুধবার সকালেই দুসংবাদ পেল বিনোদন জগৎ। দীর্ঘ রোগভোগের প‍র প্রয়াত হলেন বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমার (dilip kumar)। বুধবার সকাল সাড়ে সাতটা নাগাদ মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন তিনি। মৃত‍্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৮ বছর। দীর্ঘদিন ধরে এই হাসপাতালেই ভর্তি ছিলেন অভিনেতা। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমেছে বলিউডে।

স্বামীর মৃত‍্যুসংবাদ শোনার মুহূর্ত থেকে শোকস্তব্ধ হয়ে রয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী তথা দিলীপ জায়া সায়রা বানু। প্রয়াত অভিনেতার পরিবারের পাশে দাঁড়াতে সকাল থেকেই একে একে বলি তারকারা এসে উপস্থিত হন দিলীপ কুমারের বাড়িতে। আসেন ধর্মেন্দ্র, শাবানা আজমি, শাহরুখ খান, করন জোহর, বিদ‍্যা বালান, অনুপম খের, অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, জনি লিভার (johnny lever), জুনিয়র মেহমুদ সহ অনেকেই।


এই শোকের আবহের মাঝেই কয়েকজন নেটনাগরিক সমালোচনায় মেতেছেন প্রখ‍্যাত কমেডিয়ান তথা অভিনেতা জনি লিভারের। প্রয়াত দিলীপ কুমারকে শ্রদ্ধা জানাতে আসার সময় উপস্থিত পাপারাৎজির দিকে তাকিয়ে হাসিমুখে হাত নাড়েন তিনি। সেই ভিডিও ভাইরাল হতেই কয়েকজনের প্রশ্ন, এমন একটা বেদনাদায়ক পরিবেশে হাসিমুখে এসেছেন কেন জনি? একজন আবার কটাক্ষ করেছেন, এটা কে কি আনন্দের অনুষ্ঠান ভেবেছেন তিনি?

https://www.instagram.com/p/CRBNqsGDYkw/?utm_medium=copy_link

তবে কয়েকজন সমালোচনা করলেও বেশিরভাগ নেটিজেনই পাশে দাঁড়িয়েছেন প্রখ‍্যাত কৌতুকশিল্পীর। অনেকে লিখেছেন, জনি লিভার নিজেই একজন কিংবদন্তী। এক কিংবদন্তী আরেক কিংবদন্তীকে শ্রদ্ধা জানাতে যাচ্ছেন। পাপারাৎজিরা তাঁকে ডাকছিল বলেই তিনি তাদের দিকে তাকিয়ে হাসিমুখে হাত নেড়েছেন।


বুধবারই বিকেল পাঁচটা নাগাদ জুহু কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয় দিলীপ কুমারের শেষকৃত‍্য। গার্ড অফ অনার দেওয়া হয় তাঁকে। শেষকৃত‍্যে উপস্থিত হয়েছিলেন অমিতাভ ও অভিষেক। কবরস্থানে উপস্থিত ছিলেন দিলীপ জায়া সায়রা বানুও।

সম্পর্কিত খবর

X