‘রাহুলকে দেখেই কংগ্রেসে যোগ দেওয়া, বিজেপিকে টুকরো টুকরো করে দেখাব’, হুঙ্কার কানহাইয়ার

বাংলাহান্ট ডেস্কঃ সদ্য সিপিএমের (cpim) সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে কংগ্রেসের (congress) হাত ধরেছেন প্রাক্তন বাম নেতা কানহাইয়া কুমার (Kanhaiya Kumar)। কংগ্রেসে যোগ দেওয়ার আগেই, বিহারে সিপিআই রাজ্য অফিস থেকে তাঁর লাগানো এসিও খুলে নিয়ে যান কানহাইয়া কুমার। আর কংগ্রেসের নাম লিখিয়েই বিজেপিকে টুকরো টুকরো করার হুঙ্কার দিলেন কানহাইয়া।

সদ্য কংগ্রেসে নাম লিখিয়েছেন কানহাইয়া কুমার। আর তাঁর এই দলবলদের অণুপ্রেরণা হিসেবে সামনে রেখেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে (Rahul Gandhi)। রাহুল গান্ধীকে দেখেই তাঁর কংগ্রেসে যোগ দেওয়া বলেও জানান তিনি। শুক্রবার এক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে কানহাইয়া জানান, ‘স্বাধীনতা সংগ্রামে অংশ নেওয়া দলকে, দেশের স্বাধীনতা রক্ষার জন্য শক্তিশালী করতে হবে’।

Kanhaiya Kumar

সঙ্গে রাহুল গান্ধী সম্পর্কে তাঁর অভিমত ব্যক্ত করে বলেন, ‘রাহুল গান্ধী সৎ ও সাহসী একজন নেতা- এমনটাই মনে করে দেশের যুব সম্প্রদায়। সর্বদা দেশের যুবকদের সামনের সারিতে নিয়ে যেতে চান তিনি। ওঁর লড়াইয়ের মধ্যে একটা সত্যতা রয়েছে, আছে মমত্ব বোধও’।

বিজেপি নেতাদের থেকে কানহাইয়া কুমার ও তাঁর দলবলের জন্য ‘টুকড়ে টুকড়ে গ্যাং’ কটাক্ষ শুনে এবার গর্জে উঠলেন কানহাইয়া কুমার। গেরুয়া শিবিরকে টুকরো করার হুঙ্কার দিয়ে তিনি বলেন, ‘আমায় টুকড়ে টুকড়ে গ্যাং-র তকমা দিচ্ছে বিজেপি। ওদের আমি টুকরো টুকরো করে দেখাব। গান্ধীজির বদলে গডসেকে ওরা দেশের পিতা হিসেবে দেখে। আর শুধু আমেরকার রাষ্ট্রপতি জো বাইডেনের সামনে গান্ধীভক্তি দেখায়। ”নাথুরাম বানাই জোড়ি” হল মোদী-শাহ’।


Avatar
Smita Hari

সম্পর্কিত খবর