বাংলাহান্ট ডেস্ক: বর্তমান জীবনে একটা বড় অংশ জুড়ে রয়েছে সোশ্যাল মিডিয়া। আর নেটদুনিয়ার অবিচ্ছেদ্য অঙ্গ হল ট্রোলিং (Troll)। তারকা, আমজনতা নির্বিশেষে বিষ উগরে দেন নিন্দুকরা। তবে তারকারা এই সমালোচনা, নিন্দার বলি বেশি হন। সম্প্রতি যেমন ট্রোলড হয়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী জোজো মুখোপাধ্যায় (Jojo Mukherjee)।
সদ্য শুরু হওয়া জি বাংলার সারেগামাপার (SaReGaMaPa) নতুন সিজনে শিক্ষাগুরুর আসনে রয়েছেন জোজো। অডিশন পর্বের শুরু থেকেই বেশ কিছু জনপ্রিয় গান গেয়ে মঞ্চ মাতাতে দেখা গিয়েছে তাঁকে। কিন্তু বদলে জুটেছে শুধু কুরুচিকর ট্রোল, সমালোচনা। জোজো নাকি সুরে গাইতেই পারেন না! নেটনাগরিকদের একাংশ এমনি অভিযোগ করেছেন।
ক্রমাগত নিন্দা শুনতে শুনতে ধৈর্যের বাঁধ ভেঙেছে জোজোর। সোশ্যাল মিডিয়াতেই পালট উত্তর দিয়েছেন তিনি। নিন্দুকদের সপাটে জবাব দিয়ে সঙ্গীতশিল্পী লিখেছেন, ‘সারেগামাপার মঞ্চে আমার গান নিয়ে যারা কুরুচিকর মন্তব্য করছেনতাদের বলি আমার সত্যি এ সব কথায় মন ভাঙে না, বরং নিজের কাজকে আঁকড়ে ধরে আরো এগিয়ে যাওয়ার সাহস পাই। খুব ভাল থাকবেন আপনারা, ভগবান আপনাদের মঙ্গল করুন।’
ব্যাপারটা ঠিক কী ঘটেছে? আসলে গত সপ্তাহ থেকেই শুরু হয়েছে সারেগামাপার নতুন সিজন। আপাতত চলছে গ্র্যান্ড অডিশন পর্ব। এই সিজনে শিক্ষাগুরুদের তালিকায় যোগ হয়েছে জোজোর নামও। প্রথম পর্ব থেকেই নিজের গান দিয়ে শোয়ের পরিবেশ বদলে দিয়েছেন তিনি।
ঐশ্বর্য নামে এক প্রতিযোগীর সঙ্গেও গান গাইতে শোনা যায় জোজোকে। কিন্তু নেটনাগরিকদের একাংশের মনে হয়েছে, জোজোর কণ্ঠে নাকি সুরই নেই। একজন কমেন্ট করেছিলেন, সুরেই গাইতে পারেন না, তিনি আবার গুরু হয়েছেন! কোনো মন্তব্য অবশ্য উল্লেখ করেননি জোজো। শুধু সপাটে উত্তর দিয়েছেন নিন্দুকদের উদ্দেশে।