অবশেষে গড়াতে চলেছে জোকা-তারাতলা মেট্রোর চাকা, দেখে নিন কত হবে ভাড়া

বাংলাহান্ট ডেস্ক : ডিসেম্বর মাসের শেষ হয়েছে জোকা থেকে ধর্মতলা পর্যন্ত মেট্রো লাইনের প্রথম ফেজের কাজ। এর আগে খবর উঠে আসছিল, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উদ্বোধন করতে পারেন জোকা মেট্রোর। কিন্তু অমিত শাহ মেট্রো উদ্বোধন করেননি। এমন অবস্থায় শোনা যাচ্ছে, আগামী ৩০ ডিসেম্বর স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জোকা-তারাতলা রুটের মেট্রোর সূচনা করবেন।

জোকা থেকে তারাতলার মোট দূরত্ব ৬.৫ কিলোমিটার। জানা গিয়েছে, জোকা থেকে তারাতলা পর্যন্ত যেতে স্বাভাবিক গতিতে মেট্রো দৌড়ালে সময় লাগবে ১৮ থেকে ১৯ মিনিট। জোকা থেকে তালাতলার মধ্যে মেট্রো চলাচল করবে ‘ওয়ান ট্রেন সিস্টেম’ অনুযায়ী। অর্থাৎ একটি মেট্রো জোকা থেকে ছেড়ে তারাতলায় যাবে। তারাতলা পৌঁছে সেটি জোকার উদ্দেশ্যে আসবে। অর্থাৎ যদি একটি ট্রেন কোন যাত্রী মিস করেন তাহলে তাকে প্রায় ৩০ মিনিট পর্যন্ত পরবর্তী ট্রেনের জন্য অপেক্ষা করতে হবে।

   

এই রুটে রয়েছে মোট ছয়টি স্টেশন। এগুলি হল জোকা, ঠাকুরপুকুর, সখের বাজার, বেহালা চৌরাস্তা, বেহালা বাজার ও তারাতলা। সূত্রের খবর, জোকা থেকে তারাতলা পর্যন্ত এই রুটে সর্বোচ্চ ভাড়া ২০ টাকা। সর্বনিম্ন ভাড়া ৫ টাকা। জোকা থেকে ঠাকুরপুকুর পর্যন্ত গেলে ভাড়া লাগবে ৫ টাকা। জোকা থেকে সখের বাজার ও বেহালা চৌরাস্তা পর্যন্ত ভাড়া হতে পারে ১০ টাকা। জোকা থেকে বেহালা বাজার ও তারাতলা পর্যন্ত ভাড়া হতে পারে ২০ টাকা। অন্যদিকে, তারাতলা থেকে জোকা ও ঠাকুরপুকুর যেতে যাত্রীদের লাগতে পারে ২০ টাকা। চৌরাস্তা ও সখের বাজার পর্যন্ত যেতে গেলে লাগতে পারে ১০ টাকা করে। তারাতলা থেকে বেহালা বাজার পর্যন্ত ভাড়া হতে পারে ৫ টাকা।

অন্যদিকে, ঠাকুরপুকুর থেকে জোকা বা সখের বাজার ভাড়া হতে পারে ৫ টাকা। ঠাকুরপুকুর থেকে বেহালা চৌরাস্তা বা বেহালা বাজার পর্যন্ত ভাড়া ১০ টাকা হতে পারে। তারাতলা যেতে খরচ হতে পারে ২০ টাকা। অপরদিকে, সখের বাজার থেকে ঠাকুরপুকুর, বেহালা চৌরাস্তা যেতে ভাড়া লাগতে পারে ৫ টাকা। সখের বাজার থেকে জোকা, বেহালা বাজার, তারাতলা পর্যন্ত যেতে ভাড়া লাগতে পারে ১০ টাকা।

IMG 20210618 181510

চৌরাস্তা থেকে সখের বাজার এবং বেহালা বাজার পর্যন্ত ভাড়া লাগতে পারে ৫ টাকা। চৌরাস্তা থেকে জোকা, ঠাকুরপুকুর এবং তারাতলা যেতে খরচ হতে পারে ১০ টাকা। বেহালা বাজার থেকে জোকা পর্যন্ত ভাড়া হতে পারে ২০ টাকা। ৫ টাকা ভাড়া লাগতে পারে বেহালা চৌরাস্তা ও তারাতলা পর্যন্ত। ঠাকুরপুকুর ও সখের বাজার পর্যন্ত ভাড়া হতে পারে ১০ টাকা।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর