অবিশ্বাস‍্য! একসঙ্গে বন্ধ হওয়ার মুখে যমুনা ঢাকি-গঙ্গারাম সহ আরো একটি সিরিয়াল

Published On:

বাংলাহান্ট ডেস্ক: সিরিয়াল (Bengali Serial) শেষ করার ধুম পড়েছে যেন চ‍্যানেলে চ‍্যানেলে। মেগা সিরিয়াল মানেই তিন চার বছর অনায়াসে টেনে দেওয়া যায়। অতীতে এমন উদাহরণ বড় কম নেই। কিন্তু এখন কয়েকটি সিরিয়াল বাদে বেশিরভাগই বছর খানেক চলেই শেষ হয়ে যাচ্ছে। কিছু সিরিয়ালের ভাগ‍্যে তো আবার তাও জুটছে না। মাত্র ছয়-সাত মাসেই শেষ গল্প।

সদ‍্য ১ লা মে শেষ হয়েছে স্টার জলসার এক সময়কার জনপ্রিয় সিরিয়াল ‘খুকুমণি হোম ডেলিভারি’। আগামীতে জি বাংলার ‘সর্বজয়া’রও শেষের দিন ঘোষনা হয়ে গিয়েছে। অভিনেত্রী দেবশ্রী রায় নিজে জানিয়েছেন, আগামী ১৪ মে শেষ সম্প্রচার এই সিরিয়ালের।


তবে শুধু এই দুটি নয়। চাউর হওয়া খবর মানলে একসঙ্গে আরো তিনটি সিরিয়াল নাকি শেষ হয়ে যাবে। তালিকায় রয়েছে জি এর যমুনা ঢাকি (Jomuna Dhaki) ও স্টারের খেলাঘর (Khelaghar) এবং গঙ্গারাম (Gangaram)। এর মধ‍্যে তিনটি সিরিয়ালই বেশ পুরনো এবং তিনটিরই টিআরপি অস্তাচলে। তবুও এই সিরিয়াল গুলিকে বাঁচিয়ে রেখে অপেক্ষাকৃত নতুন গুলির উপরে কোপ পড়ে এসেছে এতদিন।


তবে শেষরক্ষা বোধ হয় আর হল না। যমুনা ঢাকি শেষ হওয়ার গুঞ্জন অনেক দিন ধরেই চলে আসছে। হাস‍্যকর গল্প, অতিরিক্ত চরিত্রের বাহুল‍্য বিরক্তি ধরিয়ে দিয়েছিল দর্শকদের। এক সময়ে সেরা দশের টিআরপি তালিকায় থাকা যমুনা ঢাকি বহুদিন হল তার গৌরব হারিয়েছে। কিন্তু প্রতিবারই গুঞ্জন ভুল প্রমাণ করে টিকে গিয়েছে সিরিয়াল।

একই দশা গঙ্গারাম, খেলাঘর এরও। টিআরপি তলানিতে থাকলেও দিব‍্যি চলছিল সিরিয়াল দুটি।তবে এবারে হয়তো বাজল বিদায় ঘন্টা। চ‍্যানেলের তরফে আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো না হলেও টেলিপাড়ার অন্দরের খবর বলছে, আগামী ২০ মে যমুনা ঢাকি ও গঙ্গারামের শেষ সম্প্রচার। তার দুদিন পরেই শেষ খেলাঘরও।


শোনা যাচ্ছে, সর্বজয়া শেষ হলে ওই স্লটে পাঠানো হবে ‘উমা’কে। আর সন্ধ‍্যা সাতটায় জায়গা নেবে নতুন সিরিয়াল ‘খেলনা বাড়ি’। যদিও যমুনা ঢাকি, গঙ্গারাম ও খেলাঘরের শূন‍্যস্থান কোন কোন সিরিয়াল পূরণ করবে তা এখনো জানা যায়নি।

সম্পর্কিত খবর

X