তারে স্রেফ আঙুল বুলিয়েই গিটার বাজছে, একি ম‍্যাজিক! ‘যমুনা ঢাকি’কে নিয়ে দেদার ট্রোল নেটপাড়ায়

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বাংলা (bengali serial) বা হিন্দি সিরিয়ালে (serial) আজব দৃশ‍্য দেখা মোটেই এখন আর নতুন কিছু নয়। টিআরপি বজায় রাখতে মাঝে মাঝেই গল্পের গরুকে গাছে তুলে দেওয়া হয়। মৃত মানুষ আবার বেঁচে ওঠা বা হারিয়ে যাওয়া ব‍্যক্তি আবার ফিরে আসা এমন তো আকছারই ঘটছে সিরিয়ালে। আর তাই নিয়ে ট্রোলও কম হয় না সোশ‍্যাল মিডিয়ায়।

জি বাংলার অন‍্যতম জনপ্রিয় সিরিয়াল ‘যমুনা ঢাকি’ (jomuna dhaki)। অবাস্তব গল্প, নায়ক নায়িকাদের অভিনয় ক্ষমতা নিয়ে একাধিক ট্রোল হওয়া সত্ত্বেও শত্তুরের মুখে ছাই দিয়ে নেহাত মন্দ টিআরপি উঠছে না এই সিরিয়ালের। ঢাকির মেয়ে যমুনার ঢাক বাজিয়ে বড়লোক বাড়ির বউ হওয়া নিয়ে শুরু হয়েছিল গল্প। তা এখন ফুলেফেঁপে এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে নেটিজেনরা ধন্দে পড়ে যাচ্ছেন, এমনটাও হয়!


অতি সম্প্রতি সিরিয়ালের একটি দৃশ‍্য নিয়ে ট্রোল শুরু হয়েছে নেটদুনিয়ায়। সেখানে দেখা যাচ্ছে নিজে গিটার বাজিয়ে গান ধরেছে যমুনা। রেকর্ডিং স্টুডিওতে রেকর্ড হচ্ছে তার গান। আজ্ঞে হ‍্যাঁ, ঢাক বাজানোর পাশাপাশি এখন নিজে গান গাইতে এবং গিটার বাজাতেও পারে যমুনা। তবে তার গিটার বাজানোর দক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে নেটনাগরিকরা।

ভাইরাল দৃশ‍্যে দেখা যাচ্ছে গিটারের তারের উপর দিয়ে কেবল আঙুল বোলাচ্ছেন যমুনা। কোনো কর্ড চেপে রাখতে হচ্ছে না, কিন্তু অদ্ভুত ভাবে তাতেই বেজে উঠছে সুর। গিটার বাজাতে বাজাতে চোখে জলও এসে গিয়েছে যমুনার। আর এই ভিডিও শেয়ার করেই নেটিজেনদের বক্তব‍্য, গান বাজনা ছেড়ে দেওয়া সময় এসে গিয়েছে। একজন আবার লিখেছেন, লকডাউনে কেউ হাতে ধরে শেখাতে পারেনি তো। ইউটিউব দেখে শিখেই এই দশা।

তবে নেটিজেনদের ট্রোলে কিস‍্যু যায় আসে না। যমুনা ঢাকি আছে যমুনা ঢাকিতেই। এর আগেও সিরিয়ালে ঢাক বাজানোর দৃশ‍্যে ‘তাল’ ছবির গান বসিয়ে ট্রোলড হতে হয়েছিল নায়িকা সহ গোটা সিরিয়ালকে। তাতে অবশ‍্য কোনো ক্ষতিই হয়নি। বরং সকলকে অবাক করে টিআরপি তালিকায় প্রথম দশের মধ‍্যে জায়গা করে নিয়েছিল যমুনা ঢাকি।

সম্পর্কিত খবর

X