দুর্দান্ত এবং ভয়ডরহীন, রিশভ পন্থের ইনিংসকে প্রশংসায় ভরিয়ে দিলেন ইংল্যান্ড অধিনায়ক বাটলার

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ইংল্যান্ড সিরিজ হারলেও যে দুটি ম্যাচে তাদের হারতে হয়েছে সেই দুই ম্যাচে ব্যাট হাতে প্রতিরোধ গড়ে তুলেছিলেন সদ্য নির্বাচিত ইংল্যান্ডের সীমিত ওভারের অধিনায়ক জস বাটলার। হেরে মোটেও মন ভালো নেই তার। তাও ম্যাচ শেষে ভারতের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করে ম্যাচের সেরা নির্বাচিত হওয়া রিশভ পন্থের প্রশংসা করতে ভুললেন না ইংল্যান্ড অধিনায়ক।

কাল ভারত দ্রুত ২ উইকেট হারানোর পর ব্যাট করতে নেমেছিলেন রিশভ পন্থ। সেখানে থেকে প্রথমে নিজের স্বভাববিরুদ্ধ রক্ষণাত্মক ব্যাটিং করে এবং পরে সেট হওয়ার পর একের পর এক বড় শট খেলে ৭ ওভার বাকি থাকতেই ভারতকে ম্যাচ জিতিয়ে দেন বাঁ-হাতি তারকা ব্যাটার। ১১৩ বল খেলে ১২৫ রান করে নট আউট থাকেন নিজে। তার ইনিংসটি এতটাই বিশেষ পর্যায়ের ছিল যে গোটা ক্রিকেট বিশ্ব তাকে শুভেচছা জানিয়েছেন।

সেই ঘটনার ব্যতিক্রমী নন জস বাটলারও। তিনি জানিয়েছেন যে পন্থ কাল যেমন ব্যাটিংটা করেছেন তা সকলের পক্ষে সম্ভব নয়। বাটলারের মতে শেষদিকে পন্থের ব্যাটিংয়ে ভয়ের কোনও চিহ্নমাত্র ছিল না। শুরুর দিকে পরিস্থিতির কারণে তাকে ধীরে খেলতে হলেও হার্দিকের সাথে তার পার্টনারশিপ জমে ওঠার পর খোলস ছেড়ে বেরিয়ে এসে ভয়ডরহীন ব্যাটিং করেছেন ভারতের তারকা উইকেটরক্ষক ব্যাটার। দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে ০ রানে আউট হওয়ায় তাকে সমালোচনার শিকার হতে হয়েছিল। কিন্তু তৃতীয় ম্যাচে সমালোচকদের যোগ্য জবাব দিয়েছেন তিনি।

এইবারের ইংল্যান্ডের সফরের একদম প্রথম ম্যাচ অর্থাৎ এজবাস্টন টেস্টে পন্থের শতরান ছিল। এইবারের ইংল্যান্ড সফরের শেষ ম্যাচ ম্যানচেস্টারের নির্ণায়ক ওডিআইতেও শতরান করলেন তিনি। ধীরে ধীরে নিজেকে সব ফরম্যাটেই অপরিহার্য করে তুলেছেন পন্থ। ভারতীয় ক্রিকেটপ্রেমীরা আশা করবে আগামী ২ বছর নিজের এই ফর্ম ধরে রাখুন পন্থ। তাহলে দু বছরে দুটি বিশ্বকাপ জয়ের কীর্তি গড়ে ফেলা অসম্ভব থাকবে রোহিত শর্মার ভারতের পক্ষে।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর