‘বিরাটও মানুষ’, কোহলির পাশে দাঁড়িয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন জস বাটলার

বাংলা হান্ট নিউজ ডেস্ক: এইমুহূর্তে নিজের জীবনের সবচেয়ে খারাপ ফর্মের মধ্য দিয়ে যাচ্ছেন প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলি। তার নিজের দেশের প্রায় সব প্রাক্তন ক্রিকেটারই তার বিপক্ষে চলে গিয়েছে। কপিল দেব থেকে শুরু করে অজয় জাদেজার মতো অনেক প্রাক্তন ক্রিকেটার কোহলিকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে রাখার পক্ষপাতী নন। দীর্ঘদিন ধরে নিজের পরিচিত ছন্দে নেই বিরাট। এই জায়গায় বেশ কিছু এমন ক্রিকেটার রয়েছেন যারা তার অনুপস্থিতিতে ভারতীয় দলের জার্সিতে ভালো পারফরম্যান্স করে দেখিয়েছেন।

<span;>অনেকেই মনে করছেন যে দীপক হুডা, ঈশান কিষান কিংবা লোকেশ রাহুল যখন সুস্থ হয়ে ফিরবেন তখন তিনি বিরাট কোহলির চেয়ে এগিয়ে থাকবেন বিশ্বকাপের দলে সুযোগ পাওয়ার ব্যাপারে। কিংবদন্তি সুনীল গাভাস্কার কিছুদিন আগে বলেছিলেন যে বিরাট কোহলি নিজের শট খেলার ব্যাপারে বড্ড বেশি তাড়াহুড়ো করছেন। এর ফলে বোলারদের তাকে আউট করতে সুবিধা হচ্ছে। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো বিরাট কোহলির কিছু সমস্যার দীর্ঘদিন ধরেই একই রকম। অনেকেরই দেখে মনে হচ্ছে কোহলি জানেন যে তার সমস্যা কি কিন্তু সেই সমস্যা কাটিয়ে ওঠার জন্য যে পরিশ্রম বা দৃষ্টিভঙ্গিতে করা দরকার তা তিনি করছেন না। তাই তাকে নিয়ে যথেচ্ছ সমালোচনা হচ্ছে।

<span;>এমন অবস্থায় এবার বিরাট কোহলি পাশে পেয়েছেন বিপক্ষ দলের অধিনায়ক জস বাটলারকে। গতকাল ইংল্যান্ড দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ জিতে ওঠার পর বাটলারকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেছেন, “বিরাট কোহলি ও আদতে একজন মানুষ। তার পক্ষেও টানা একইরকমভাবে ভালো পারফরম্যান্স করে যাওয়া সবসময় সম্ভব নয়। কিন্তু আপনি তার পরিসংখ্যানের দিকে তাকালেই তা স্পষ্ট করে দেবে যে বিরাট কোহলি ওডিআই ফরম্যাটে সর্বকালের সেরা বা সর্বকালের সেরাদের মধ্যে একজন হিসেবেই থাকবেন। <span;>আমি জানি না যারা ওর সমালোচনা করছে তারা কি ভেবে এজাতীয় মন্তব্য করছেন কারণ ও অতীতে ভারতকে অসংখ্য ম্যাচ জিতিয়েছে।”

<span;>প্রসঙ্গত বিরাট কোহলি নিজের শেষ দুটি আন্তর্জাতিক ম্যাচে শুরুটা দুর্দান্তভাবে করেছিলেন। তার ব্যাট থেকে বেশ কিছু সুন্দর শট বেরিয়ে এসেছিল যা ক্রিকেটভক্তদের মুগ্ধও করেছিল। কিন্তু তারপর কোনও ক্ষেত্রে অতিরিক্ত আক্রমনাত্মক হতে গিয়ে বা কোনও ক্ষেত্রে নিজের পুরনো অফস্ট্যাম্পের বাইরে বল ঠিকঠাকমতো ছাড়তে না পারার রোগে ভুগে বিরাট কোহলিকে আউট হতে হয়েছে। রবিবার ম্যানচেস্টারে তৃতীয় এবং সিরিজের শেষ ওয়ান ডে ম্যাচে বিরাট কোহলি কে মাঠে নামতে দেখা যাবে যার পর তিনি এশিয়া কাপ অবধি বিশ্রামে থাকবেন।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর