সম্প্রতি অলিম্পিকে নিজের যাত্রা শেষ করেছে ভারত। ভারতে একটিও সোনার মেডেল আসেনি। তবে, রূপো ও ব্রোঞ্জ এসেছে একাধিক। তাই সোনা না পাওয়ার রুক্ষ বেশ কিছুটা ভুলে রয়েছে ভারতবাসী। প্রসঙ্গত ভিনেস ফোগাট রূপো পাবে কি না তার সিদ্ধান্তও নেওয়া হবে রবিবারই। এমতাবস্থায়, একটি খবর ছড়াচ্ছে চারিদিকে, যে নীরজকে (Neeraj Chopra) না কি অপমান করেছেন প্যারিসের সাংবাদিকরা। আসলে কী ঘটেছিল সেদিন জানেন?
২০২৪ এর অলিম্পিক্স অনুষ্ঠিত হয়েছিল প্যারিসে। এই খেলায় নীরজ (Neeraj Chopra) ও ভিনেসের থেকে সোনা আশা করেছিল ভারতবাসীরা। তবে ভীনেশ আগেই ওজন বৃদ্ধির ফলে খেলা থেকে বাদ গিয়েছিলেন। এমতাবস্থায় নিরজের উপরেই নজর রেখেছিল দেশবাসী। চেয়েছিল তাঁদের সোনার ছেলে যাতে সোনা ঘরে নিয়ে আসে। তবে, নিজের বেস্ট থ্রোয়ের এর থেকে দুই পয়েন্ট কম থ্রো করায় সোনা হাত থেকে বেরিয়ে যায় তাঁর।
সাংবাদিক সম্মেলনে নীরজকে (Neeraj Chopra) ইংরাজিতে কথা বলতে বলেন সাংবাদিকরা
সেই প্রতিযোগিতায় সোনা জেতেন পাকিস্তানের প্লেয়ার আরশাদ। আর দ্বিতীয়স্থান অধিকার করে রূপো জেতেন নীরজ। আরশাদ অলিম্পিকের নয়া রেকর্ড তৈরি করেন ৯৩ মিটার লম্বা জ্যাভলিন ছুঁড়ে। তারপরে সাংবাদিক বৈঠকে যোগদান করেন আরশাদ ও নীরজ। আর সেই ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কেউ কেউ আবার বলছেন নীরজকে অপমান করেছেন সেখানকার সাংবাদিকরা। ঘটনাটা আসলে কী চলুন জেনে নেওয়া যাক।
সেই সাংবাদিক সম্মেলনে নীরজকে ইংরাজিতে কথা বলতে বলেন সাংবাদিকরা। সেই শুনে নীরজ বলেন, ‘এটা আমার পক্ষে কঠিন।’ তবে তারপরে ঝরঝর করে ইংরাজিতে কথা বলতে শুরু করে দেন নীরজ। সেই দেখে অবাক হন পাশে বসা আরশাদও। তিনি বলেন পরপর দুটি ইভেন্টে পদক পেয়ে তিনি খুশি। বেশ কিছুক্ষণ ইংরাজিতে কথা বলার পর সাংবাদিকরা নিজেদের পরের প্রশ্নের দিকে এগিয়ে যান।