সৌগত মন্ডল
রামপুরহাট-বীরভূম
গতকাল রাত্রে তারাপীঠে পূর্ণ্যার্থীদের পুলিশ মারধোর করার ছবি তোলায় এক চিত্র সাংবাদিককে থানায় ধরে নিয়ে লাঠি দিয়ে বেধড়ক পেটানোর অভিযোগ উঠলো এক পুলিশ আধিকারিক ও এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে । মারধরে পর রাতভর থানার মেঝেতে ফেলে রাখা হলো ওই চিত্র সাংবাদিক ও তার সঙ্গে থাকা এক যুবককে । ঘটনাটি ঘটেছে বীরভূমের তারাপীঠে । মারধোরের ঘটনায় রক্তাক্ত হয়ে গুরুতর জখম আর প্লাস টিভি চ্যানেলের চিত্র সাংবাদিক ভবানীপ্রসাদ রায় । তার বাম হাতের কনুই লাঠি দিয়ে মেরে ফাটিয়ে দেওয়া হয়েছে । মারধরে জখম চিত্র সাংবাদিকের আরেক সঙ্গী রমেন বাগ্দী । তাদের দুজনকে রামপুরহাট সুপার স্পেশ্যালিটি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ।
কৌশিকী অমাবস্যা উপলক্ষে বিগত তিনদিন ধরে পূর্ণ্যার্থীদের ঢল নেমেছিল তারাপীঠে । গতকাল রাতে তারাপীঠ নদী ব্রীজ এলাকায় কয়েকজন পূর্ণ্যার্থীকে পুলিশ ও সিভিকভলান্টিয়ার মারধোর করছে এমন খবর আসে আর প্লাস এর চিত্র সাংবাদিকের কাছে ।
সেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন এবং সেই ঘটনার ছবি তুলতে থাকেন ওই চিত্র সাংবাদিক । সেই সময় সেখানে কর্তব্যরত পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের দুই কনস্টেবল তাকে ধরে টেনে হিঁচড়ে তারাপীঠ থানায় নিয়ে যায় । সেখানে তার মোবাইল কেড়ে নেওয়া হয়। সেখানে কর্মরত এক আধিকারিক দেবপ্রসাদ মন্ডল ও এক সিভিক ভলান্টিয়ার থানার মধ্যেই ওই চিত্র সাংবাদিক ও তার সঙ্গীকে লাঠি দিয়ে বেধড়ক পেটাতে থাকে । তাতে সে রক্তাক্ত হয়ে পরে ।
বারবার চিত্র সাংবাদিক তার পরিচয় দিলেও তার কথায় কান দেননি ওই আধিকারিক । চিত্র সাংবাদিকের অভিযোগ, রাতভর তাদের দুজনকে থানার মেঝেতে বসিয়ে রেখে অশ্লীল ভাষায় গালিগালাজ দেওয়া হয় । আজ সকালে রামপুরহাট মহকুমা শাসক কে একটি লিখিত অভিযোগ আভিযোগ দেওয়া হয়।