বাংলাহান্ট ডেস্ক : সংবাদমাধ্যম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। আর সেই স্তম্ভেরই একটা অতি গুরুত্বপূর্ণ অঙ্গ সাংবাদিকরা। নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে চরম কঠিন পরিস্থিতির মধ্যে থেকেও সত্যিকে মানুষের সামনে তুলে আনেন তাঁরা। তাঁদের কলম কার্যতই তলোয়ারের চেয়েও অনেক বেশি ধারালো। কিন্তু সম্প্রতি স্যোশাল মিডিয়ায় ভাইরাল একটি ছবি। তাতে দেখা যাচ্ছে সাংবাদিক সহ আরও বেশ কিছুজনকে থানায় তুলে নিয়ে বিবস্ত্র করে হেনস্তা করছে পুলিশ। এমনকি চলে বেধড়ক মারধর, নির্মম অত্যাচারও। মধ্যপ্রদেশের সিধি জেলার এই ঘটনায় কার্যতই ধিক্কার এবং সমালোচনার ঝড় উঠেছে বিভিন্ন মহলে। এবার এই ঘটনার সমালোচনায় ফেটে পড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
একটি ট্যুইট করে ঘটনাটির তীব্র নিন্দা করেন তিনি। অভিষেক সেই ট্যুইটে লেখেন, ‘এটাই আচ্ছে দিনের নমূনা! নরেন্দ্র মোদীর জমানায় দমনপীড়ন এবং অত্যাচারই যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। কেউ প্রতিবাদ করলেই তাকে নির্মম ভাবে অত্যাচারীত হতে হচ্ছে। রাষ্ট্রশক্তির অপব্যবহার করা হচ্ছে। যা অত্যন্ত লজ্জাজনক।’
The spectre of ‘ACHHE DIN’!
Mr @narendramodi, in your dystopian NEW INDIA, suppressing has become the norm.
Those who DARED TO PROTEST are ruthlessly humiliated. The use of state machinery for your NEFARIOUS AGENDAS has gone too far now.
Disgraceful! https://t.co/dilJAgv85G
— Abhishek Banerjee (@abhishekaitc) April 7, 2022
ঘটনাটি দিন কয়েক আগের। জানা যাচ্ছে, মধ্যপ্রদেশের বিজেপি বিধায়ক কেদারনাথ শুক্লার ছেলের একটি অভিযোগের তদন্ত করতে গিয়ে অভিযুক্ত ৮ জনকে থানায় তলব করে পুলিশ। এর মধ্যে একজন সাংবাদিকও ছিলেন। গোপন সূত্রে খবর, বিজেপি নেতার বিরুদ্ধে খবর লেখার অভিযোগও ছিল ওই সাংবাদিকের নামে। ফলে তাঁকে থানার ভিতরে লক আপে নিয়ে গিয়ে অর্ধনগ্ন অবস্থায় নির্মম অত্যাচার চালানো হয়। আর এই ছবিই তুলে স্যোশাল মিডিয়ায় ভাইরাল করেন দুই পুলিশকর্মী।
ঘটনাটি সামনে আসার পরই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় দেশজুড়ে। ফলে চূড়ান্ত অস্বস্তিতে পড়তে হয় পুলিশকে৷ ওই দুই পুলিশকর্মীর বিরুদ্ধে থানার ভিতরের ছবি তুলে তা ছড়িয়ে দেওয়ার অভিযোগে শুরু হয় তদন্ত। বিতর্ক ধামাচাপা দিতে মাঠে নামেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। কিন্তু এত চেষ্টা সত্ত্বেও জল ঢালা সম্ভব হয়নি বিতর্কের আগুনে। দেশজুড়ে চলতে থাকা সমালোচনার মধ্যেই এবার কেন্দ্রীয় শাসকদলকে একহাত নিলেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।