বাংলা হান্ট ডেস্ক: পাকিস্তান আশ্রিত জঙ্গিদের পুলওয়ামায় হামলার পর, ২৬ ফেব্রুয়ারি ভোর রাতে ভারত, পাকিস্তানের আকাশ সীমায় ঢুকে বালুচিস্তানের জঙ্গি ঘাঁটিতে হামলা চালায়। সেখানে কয়েকশো জঙ্গিকে নিঃশেষ করেছে বলে দাবি জানায় ভারত। যদিও সেখানে আদৌ কোনো জঙ্গি দমন করা হয়েছে কিনা, মমতা বন্দ্যোপাধ্যায় সহ অনেকেই সে নিয়ে প্রশ্ন তোলেন। সেই সময় পাাকিস্তানের সংবাদমাধ্যমও তাদের সুবিধার্তে কয়েকজন ভারতীয় রাজনীতিবিদদের এমন দাবিকে নিজেদের কাজে লাগায়।
এবার আবার পাকিস্তানের সঙ্গে জড়িয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায় এর নাম, তৃণমূল সুপ্রিমো কে নিয়ে মজেছে পাকিস্তানের সংবাদমাধ্যম।
পাকিস্তানের এক সংবাদমাধ্যমে কাশ্মীর ইস্যুতে আলোচনা পর্ব চলার সময়, সেদেশের বিখ্যাত সাংবাদিক মুশাহিদ হুসেন দাবি জানান, ‘অত্যন্ত গুরুত্বের সঙ্গে আমাদের এই ইস্যুকে (কাশ্মীর) বিবেচনা করা উচিত। এটা লম্বা লড়াই। ভারত একটা বড় দেশ। সেদেশ থেকে অনেক মানুষই আমাদের দরদী। অরন্ধতী রায়, মমতা বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস পার্টি, কমিউনিস্ট পার্টি, দলিত পার্টি রা আমাদের দরদী। (ওঁদের) গোটা দেশটা মোটেও মোদীর সঙ্গে নেই। ‘
এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে, পাকিস্তানের সংবাদমাধ্যমে মমতার নাম ওঠায়, অনেকেই এই নিয়ে প্রশ্ন তুলেছেন। এবার দেখার বিষয় আগামী দিনে এই ঘটনার জল কোন দিকে গড়ায়।