Special Storyদুধ খাচ্ছেন শিবের বাহন নন্দী,চাঞ্চল্য বীরভূমে

Published On:

সৌতিক চক্রবর্তী,বোলপুর,বীরভূমঃ বীরভুমের বোলপুর থানার অন্তর্গত ১১ নম্বর ওয়ার্ডে হাটতলা রামসাগর পশ্চিম পাড়ায় একটি কালী মন্দির ও একটি শিব মন্দির পাশাপাশি রয়েছে। সেখানে দেখা যাচ্ছে আজ সকালে শিব মন্দিরে শিবের বাহন নন্দী চামচ থেকে দুধ টেনে খাচ্ছেন। এই ঘটনাটি কানাকানি হতেই মন্দির চত্বরে ভিড় জমাতে থাকেন ভক্তরা।

ও পাশাপাশি তারা দুধ ও গঙ্গা জল খাওয়াতে যাচ্ছেন শিবের বাহন নন্দীকে। তবে অনেকে এই ঘটনাকে শ্রাবণ মাসে ভগবান শিবের মহিমা বলে দাবি করছেন।

ভিডিও তে দেখুন কেমন নন্দী খাচ্ছে দুধ। 

স্থানীয় বাসিন্দা জানান,“আজ হঠাৎ করে এই ঘটনা আমাদের চোখে পড়ে। এবং এই ঘটনা এই প্রথম আমি দেখলাম। দুধ গঙ্গাজল দুটোই খাচ্ছে। কিন্তু কেন খাচ্ছে তা আমি জানি না।”

এই ঘটনার পরিপ্রেক্ষিতে বোলপুর বিঙ্গাণ মঞ্চে সদস্য ও বোলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রিয় সাধু জানান যে,’এই ঘটনাটি পর্যবেক্ষণ করা উচিত এবং সমস্ত ঘটনাটি বিজ্ঞান পদ্ধতিতে বিশ্বাস করা উচিত।হয়তো পাথারের তৈরি গরু টি শুকনো অবস্থায় থাকার কারণে দুধ শুষে নিচ্ছে। যেমন গরম কালে মাটি শুকিয়ে পড়ে এবং বর্ষার প্রথমে বৃষ্টি হলেও মাটি ভিজে যায় না।মনে হয় বৃষ্টি হয়নি। এমোন কিছু ঘটনা ঘটেছে পাথরের তৈরি গরু টি মধ্যে ।তাই সাধারণ মানুষ ভাবছে গরু টি দুধ খেয়ে ফেলছে। তবে এটা একটা রাসায়নিক বিক্রিয়া। তবে শুধু দুধ নয় তরল জাতীয় যেকোন পদার্থই টেনে নেবে ওই শিবের বাহন টি।’


তবে এমন ঘটনা এর আগেও বিভিন্ন জায়গায় দেখা গেছে যেমন,শিবের জল খাওয়া, অথবা ইলামবাজার ঘুড়িষা গ্রামে শিব মন্দিরের ওম নমঃ শিবায় মন্ত্র শোনা ইত্যাদি। তবে এই সব ঘটনা কিছুটা সমাধান করতে পেরেছে বিজ্ঞান মঞ্চ। আবার অনেক ঘটনা আবার সমাধান হয়নি।
তবে মানুষের ভক্তির কাছে সমস্ত কিছু পারাজয় হতে বাধ্য।

**** খবরটি কেউ কপি করবেন না খবরটি কপি করলে আইনত ব্যবস্থা নেওয়া হবে****

সম্পর্কিত খবর

X