সনাতন গরাই,দুর্গাপুর: কাঁকসার রূপগঞ্জের এক বিজেপি নেতা যুবক সন্দীপ ঘোষ হত্যাকাণ্ডে তোলপাড় হয়েছিল রাজ্য থেকে রাজনীতি।সেই সময় বিজেপি নেতা অভিনেতা জয় ব্যানার্জী দুর্গাপুরের মাটিতে দাঁড়িয়ে হুঁশিয়ারি করেছিল দুষ্কৃতীদের গ্রেফতারের।
অভিনেতা জয় ব্যানার্জী জানান গ্রেফতার না হলে রক্তের বদলে রক্ত নিতেও ভয় পাবে না বিজেপি কর্মীরা।সেই সময় বিজেপি কিছু বিজেপি কর্মী চোদ্দ নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর রাখী তেওয়ারীর বাড়িতে ঢুকে হামলা চালায়।
সেই সময় অভিনেতা বিজেপি নেতা জয় ব্যানার্জীর নামে অভিযোগ করেন কাউন্সিলর।সেই অভিযোগের ভিত্তিতে হামলার আইন অনুসারে মামলা হয় জয় ব্যানার্জীর নামে।সেই মামলার জামিন নিতে বুধবার দুর্গাপুর মহকুমা আদালতে আসেন জয় ব্যানার্জী।জয় ব্যানার্জী জানান যারা অপরাধী তারা ধরা পড়ে না কিন্তু যারা অপরাধ করে না তাদের গ্রেফতার করা হয়,মামলা হয়।মনীষীরা বেঁচে থাকলে এই ধরণের ঘটনা শুনলে লজ্জা পেতেন।
বুধবার মহকুমা আদালতে জামিন নিতে আসেন বিজেপি নেতা জয় ব্যানার্জী।অভিনেতাকে দেখার জন্য আদালত চত্বরে প্রচুর মানুষ আসেন।