‘আমি অনুরোধ করছি দয়া করে কারো ঘর ভাঙ্গবেন না’, সৌমিত্র-সুজাতার জন্য কেঁদে ফেললেন জয় বন্দ্যোপাধ্যায়

বাংলাহান্ট ডেস্কঃ রাজনৈতিক পালা বদল। ঘরের বউকে চুরি করছে তৃণমূল, এমন অভিযোগ তুলেছে বিজেপি শিবির। বিজেপির যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ (Saumitra Khan)-এর স্ত্রী সুজাতা মন্ডল খাঁ (Sujata Mondal) বিজেপি ছেড়ে নাম লেখালেন সবুজ শিবিরে। এই ঘটনায় গভীরভাবে মর্মাহত হলেন বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়ও (Joy Banerjee)।

শনিবার অমিত শাহের মেদিনীপুরের সভায় তৃণমূল ছেড়ে শুভেন্দু অধিকারীসহ এক ঝাঁক নেতা নেত্রী নাম লিখিয়েছেন গেরুয়া শিবিরে। শাসক দলে ভাঙ্গন ধরার পরই, ভাঙ্গন ধরল বিজেপি যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ-এর সংসারে। সৌমিত্র খাঁ-এর স্ত্রী সুজাতা মন্ডল খাঁ যোগ দিলেন তৃণমূল শিবিরে। এরপরই তাদের সংসার জীবনেও ইতি টানার ইঙ্গিত দিলেন সৌমিত্র খাঁ। সাংবাদিক বৈঠকে কাঁদতে কাঁদতে বলে উঠলেন, ‘সুজাতা তুমি মন্ডল টা রাখলেও, তোমার নামে সঙ্গে আর খাঁ টা রেখো না’।

image 189

বিজেপি সাংসদের এই ঘর ভাঙ্গার ঘটনায় খুবই মর্মাহত হয়েছেন অপর বিজেপি নেতা তথা অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়। এদিন সাংবাদিকদের অত্যন্ত বেদনার সঙ্গে তিনি জানান, ‘‌দল বদল হোক, নেতা বদল হোক- তবে রাজনৈতিক দলগুলোর কাছে আমার বিনীত অনুরোধ, দয়া করে কারো ঘর ভেঙে দেবেন না’‌।

এদিন তিনি কথা বলতে বলতে কেঁদে ফেললেন। তিনি বললেন, ‘টিভিতে সৌমিত্র- সুজাতাকে কাঁদতে দেখে আমি খুবই মর্মাহত হয়েছি। একদিন আমার জীবনেও ঠিক একই ঘটনা ঘটেছিল। রাজনৈতিক শিবিরে অনেক সময় অনেকেই দল বদল করেন। সে পালাবদল হোক, সেক্ষেত্রে কোন অসুবিধা নেই। সংগঠন বাড়াতে এক দল অন্য দলের থেকে লোক নিক, কিন্তু দয়া করে এভাবে কারো ঘর ভেঙ্গে দেবেন না’।

Smita Hari

সম্পর্কিত খবর