বাংলাহান্ট ডেস্ক: পঞ্চায়েত ভোটের (Panchayat Election) দামামা বাজতেই একের পর এক নতুন চমক দেখা যাচ্ছে রাজনৈতিক মহলে। এই যেমন একটা লম্বা সময় পর আবার রাজনীতিতে ফেরার বাসনা প্রকাশ করেছেন অভিনেতা তথা রাজনৈতিক ব্যক্তিত্ব জয় বন্দ্যোপাধ্যায় (Joy Banerjee)। যে বিজেপির (Bhartiya Janata Party) বিরুদ্ধে এক সময় ক্ষোভ উগরে দিয়েছিলেন সেই বিজেপির কাছেই আবার ফিরতে চেয়েছেন তিনি।
গত বছরের শুরুতে বিজেপির বিরুদ্ধে মুখ খুলেছিলেন জয় বন্দ্যোপাধ্যায়। গেরুয়া শিবিরের নেতাদের প্রতি স্পষ্ট অভিমান করে তৃণমূলে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি। জয়ের অভিযোগ ছিল, তিনি যখন করোনা আক্রান্ত ছিলেন বিজেপির কেউ খোঁজ পর্যন্ত নেননি।
কিন্তু বছর ঘুরতেই অন্য সুর অভিনেতার কণ্ঠে। ভুল বোঝাবুঝি মিটিয়ে আবার নিজের দলেই ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে জয় বন্দ্যোপাধ্যায় বলেন, ২০১৯ সালে লোকসভা ভোটে উলুবেড়িয়া কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছিলেন তিনি। সে সময়ে মার খেয়েছিলেন তিনি।
এরপর বিজেপির নবান্ন অভিযানে বেগুনি রঙের কেমিক্যাল জলের প্রভাবে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন জয় বন্দ্যোপাধ্যায়। তারপরেই করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। গত বছর নিজের বাবাকে হারিয়েছেন অভিনেতা। সে সময়ে মানসিক ভাবে বিপর্যস্ত হয়েই নাকি দলের বিরুদ্ধে উলটো পালটা কথা বলে ফেলেছিলেন বলে সাফাই দেন জয় বন্দ্যোপাধ্যায়।
তবে এখন হঠাৎ সুর বদল কেন? অভিনেতা জানান, চলতি বছরেই বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সঙ্গে দেখা হয়েছিল তাঁর। তিনি তাঁর হাল হকিকত জিজ্ঞাসা করেছেন। তাঁর বাবার মৃত্যু নিয়েও সমবেদনা প্রকাশ করেছেন নাড্ডা। তিনি জোর দিয়ে বলেছেন, জয় বন্দ্যোপাধ্যায় যেন বিজেপিতে ফিরে আসেন। দল ছাড়ার প্রশ্নই নেই কোনো।
নাড্ডার কথাতেই মন গলে যায় জয় বন্দ্যোপাধ্যায়ের। তাঁর কথায়, দল করতে হলে বিজেপিই করবেন। তিনি দলের প্রথম তারকা সদস্য। দলের জন্য এত মার খেয়েছেন। দল ছেড়ে কোথাও যাবেন না। পঞ্চায়েত ভোটে বিজেপির হয়ে প্রচার করার কথা জানিয়েও দিয়েছেন তিনি।
এক বছর আগে এই বিজেপিকেই যা নয় তাই বলে অপমান করেছিলেন জয় বন্দ্যোপাধ্যায়। ঢালাও প্রশংসা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু এখন জয়ের বক্তব্য, সে সময় তাঁর মাথার ঠিক ছিল না। তাঁর পিতৃবিয়োগের পর দলের নেতাদের থেকে কিছুটা অবহেলা পেয়ে অভিমান হয়েছিল তাঁর। তিনি যখন যা বলেছেন তার জন্য এখন হাতজোড় করে ক্ষমাপ্রার্থনা করছেন বিজেপি নেতাদের কাছে।
অন্যদিকে তৃণমূলকে একহাত নিয়ে তিনি বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় একটু বেশিই বোঝেন। তিনি ভেবেছিলেন যে তাঁকে দিয়ে কোনো কাজ হবে না। কিন্তু নাড্ডার স্নেহ থাকলে তিনি কী কী করতে পারেন সেটা দেখিয়ে দেবেন বলে মন্তব্য করেন জয় বন্দ্যোপাধ্যায়।