বাংলাহান্ট-গতকাল সোশ্যাল সাইটে একটি ভিডিও সন্ধ্যের পর থেকে দেখা যায়। সেখানে দেখা যাচ্ছে উড়িষ্যার পুরীর মূল মন্দিরে প্রতিদিন যে পতাকা লাগানো হয়। সেখানে আগুন জ্বলছে।
কি কারনে মূল মন্দিরের পতাকা আগুন লাগলো তা সঠিকভাবে প্রথমে জানা যায়নি।
যে ভিডিওটি ঘিরে গোটা তোলপাড় শুরু হয়েছে সেই ভিডিওটি কোন সত্যতা আছে কিনা তা এখনো জানা যায়নি কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে উপরে তখন পতাকাটি লাগানো হয় সেই সময় আগুন লেগে যায় এবং তখনই পণ্ডিতরা নিভিয়ে দেয় কি কারণে আগুন লাগল তার খতিয়ে দেখা হচ্ছে
কিন্তু এই ভিডিওটি প্রকাশ্যে আসার পর জল্পনা তৈরি হয়েছে শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভু মন্দিরে পতাকায় আগুন লেগে যাওয়ায় জগন্নাথ ভক্তরা ঠাকুরের কাছে প্রার্থনা করেছেন, যাতে মন্দিরের কোন ক্ষতি না হয়। এছাড়া কি কারনে এত বড় দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে মন্দির কর্তৃপক্ষ মন্দিরের বিশেষ কোন ক্ষতি হয়নি বলে জানা যাচ্ছে।
https://www.facebook.com/113278456012331/posts/500356923971147/?d=null&vh=e
তবু ভারতবর্ষের অন্যতম জনপ্রিয় মন্দির পুরীর জগন্নাথ মন্দির সেখানে প্রতি লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় কিন্তু গোটা পৃথিবী জুঁড়ে যেভাবে করোনাভাইরাস আক্রমণ করছে তাতে বেশ কিছুটা হলেও মন্দিরে ভক্তদের আনাগোনা কম।
গতকালকে এই ভিডিওটি সোশ্যাল সাইটে দেখা যায় সেখানে ভক্তদের কষ্টের কথা লেখা হয় কেউ কেউ কান্নায় ভাঁঙে পড়ে এবং জগন্নাথ মহাপ্রভুর এইরকম ঘটনায় আগে কোন দিন দেখা যাইনি।
আজ দেখার বিষয় যারা দায়িত্বে ছিল তাদের কাছ থেকে কোনো উত্তর পাওয়া যায় কিনা, সূত্র মারফত জানা যাচ্ছে আগামীদিন যাতে কোনো দূর্ঘটনা না হয় তার জন্য মন্দির কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থা নিচ্ছে।