মোহনবাগান দিবসে প্রয়াত অঞ্জন মিত্রের নামে সেরা প্রশাসকের পুরস্কার, প্রথমবর্ষে পাচ্ছেন জয়দীপ মুখার্জি।

বাংলাহান্ট ডেস্কঃ আগামী 29 শে জুলাই মোহনবাগান দিবস! আর এই বছর মোহনবাগান দিবসে একটি বিশেষ পুরস্কারের ব্যবস্থা করেছেন মোহনবাগান ক্লাব কর্তারা। প্রয়াত সচিব রঞ্জন মিত্রকে শ্রদ্ধা জানিয়ে তার নামে ময়দানের সেরা ক্রিড়া প্রশাসককে ‘অঞ্জন মিত্র পুরস্কার’ দিতে চলেছে শতাব্দীপ্রাচীন ক্লাব মোহনবাগান। আর প্রথম বছরেই এই সম্মান পাচ্ছেন আইএফএ সচিব জয়দীপ মুখার্জি।

এই প্রসঙ্গে উচ্ছ্বসিত আইএফএ সচিব জয়দীপ মুখার্জি জানিয়েছেন, ” যেকোনো স্বীকৃতি একটা আলাদা অনুভুতি দেয়, তবে সেটা সবসময় ভালো অনুভূতি হয়। মোহনবাগান আমাকে যে স্বীকৃতি দিতে চলেছে সেটা আমার কাছে এক বিরাট সাফল্য। তবে এটা শুধু আমার একার সাফল্য নয়, এটা দলগত সাফল্য। গোটা দল ভালো ভাবে কাজ না করলে, আমাকে সাহায্য না করলে আমি হয়তো কখনোই এই বিরাট সম্মান বা স্বীকৃতি যাই বলুন না কেন সেটা পেতে পারতাম না। এর জন্য আমি আমার পুরো টিমকে ধন্যবাদ জানাই।

239308143b7a36e0ed4c3edd5a10749bdc8910382ca4582e7af05a29457d946ed37928fbe

এছাড়াও জয়দীপ মুখার্জি জানিয়েছেন অঞ্জন মিত্রের মতো এত বড় এত দক্ষ একজন প্রশাসকের স্মৃতির উদ্দেশ্যে মোহনবাগান ফুটবল ক্লাব যে আমাকে এই সম্মান দিতে চলেছে এটা অবশ্যই আমার কাছে একটা বাড়তি পাওনা। এই রকম স্বীকৃতি পেল মনে হয় পরিশ্রমের ফল পেয়েছি। ভালো কাজ করার সাথে সাথে যদি এই রকম স্বীকৃতি পাওয়া যায় তাহলে সেটা বাড়তি অনুপ্রেরণা জোগায়। উল্লেখ্য, বাংলা ফুটবলের সচিব হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই বাংলার ফুটবলের উন্নতিতে প্রশংসনীয় কাজ করে চলেছেন জয়দীপ মুখার্জি। কয়েকদিন আগেই দেশের মধ্যে সবথেকে বেশি ফুটবলের উন্নয়ন এবং প্রসারের জন্য সর্বভারতীয় ফুটবল ফেডারেশন তরফে সেরার স্বীকৃতি পেয়েছে বাংলা ফুটবল।


Udayan Biswas

সম্পর্কিত খবর