ইডির হেফাজতে থেকে মাছ-মাংস খাচ্ছেন ‘অপা’, বউয়ের হেফাজতে কী অবস্থা জয়জিতের! কৌতুক অভিনেতার

Published On:

বাংলাহান্ট ডেস্ক: ‘অপা’ কাণ্ড নিয়েই এখন উত্তাল বাংলার রাজনীতি। অপসারিত মন্ত্রী পার্থ চট্টোপাধ‍্যায় (Partha Chatterjee) ও তাঁর ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ‍্যায়কে (Arpita Mukherjee) নিজেদের হেফাজতে রেখেছে ইডি। এসএসসি নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে অর্পিতার ফ্ল‍্যাট থেকে এখনো পর্যন্ত ৫০ কোটি টাকা সহ কয়েক কোটি সোনার গয়না উদ্ধার করেছে ইডি।

দুজনের নামে নতুন নতুন সম্পত্তির খোঁজে রাজ‍্য তোলপাড় করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অন‍্যদিকে আমজনতা মেতেছে ট্রোলিংয়ে। প্রাক্তন মন্ত্রী এখন রীতিমতো হাসির খোরাক। কেউ জুতো ছুঁড়ে মারছেন, কেউ মিম বানাচ্ছেন সোশ‍্যাল মিডিয়ায়। অপা কাণ্ডে নতুন খবর পাতে পড়া মাত্রই হিট।


বিনোদুনিয়ার মানুষরাও ছেড়ে কথা বলছেন না অর্পিতা পার্থকে। দুদিন আগেই প্রাক্তন মন্ত্রীর উদ্দেশে এক মহিলার জুছো ছোঁড়া নিয়ে ব‍্যঙ্গ করেছিলেন অভিনেতা জয়জিৎ বন্দ‍্যোপাধ‍্যায় (Joyjit Banerjee)। এবার ফের অপাকে খোঁচা মারলেন তিনি। ইডির হেফাজতে থাকা দুজনের সারাদিনের খাদ‍্য তালিকার সঙ্গে নিজের তুলনা করলেন তিনি।

একটা তালিকায় তিনজনের খাবারের তুল‍্যমূল‍্য বিচার করেছেন জয়জিৎ, অবশ‍্যই পুরোটা ঠাট্টার ছলে। তালিকায় লেখা, ‘পার্থর আবদার ভাত-খাসির মাংস, তেলেভাজা’। কিন্তু ইডি হেফাজতে তিনি সকালে পাচ্ছেন লিকার চা, বিস্কুট, ওটস খিচুড়ি, ফল। দুপুরে খাসির বদলে মুরগির মাংস, মুসাম্বির রস আর রাতে রুটি তরকারি।

তালিকা অনুযায়ী, অর্পিতা দাবি করেছেন, ব্ল‍্যাক কফি আর ড্রাই ফ্রুটস। কিন্তু তিনি পাচ্ছেন চিনি ছাড়া লিকার চা, ব্রাউন ব্রেড, সেদ্ধ ডিম, কলা, ফলের রস। দুপুরে ভাত, রুটি, ডাল, মাছ আর রাতে দুটি তরকারি।

এই তালিকার সঙ্গে নিজের পরিস্থিতিও জুড়ে দিয়েছেন জয়জিৎ। তাঁর রসিকতা, বিরিয়ানি আর কোল্ড ড্রিংকসের আবদার করেছিলেন। কিন্তু বউয়ের হেফাজতে থেকে তিনি পাচ্ছেন সকালে রুটি, তরকারি, ডিম, ফল। দুপুরে মাছ, ভাত আর রাতে রুটি, চিকেন। অভিনেতার কাণ্ড দেখে হেসে গড়াগড়ি খাচ্ছেন নেটনাগরিকরা।


সম্প্রতি পার্থ চট্টোপাধ‍্যায়কে জুতো ছোঁড়া কাণ্ডে কটাক্ষ করেছিলেন জয়জিৎ, ‘পুজোয় চাই নতুন জুতো, কেউ কেউ ফ্রি তে পায়’! সংবাদ মাধ‍্যমের কাছেও কৌতুকের সুর অভিনেতার, ওঁর (পার্থ চট্টোপাধ‍্যায়) মনে হয় খালি পা ছিল। যাতে কাঁটা না ফুটে যায় তাই জুতো দিয়েছেন। পাশাপাশি তিনি এও বলেছেন, সবটাই তাঁর ব‍্যক্তিগত মত। কোনো দলের ছত্রছায়ায় তিনি নেই।

X