বাংলা হান্ট ডেস্কঃ চীনের সাথে বর্ডারে জারি বিবাদ নিয়ে দেশের রাজনৈতিক মহলে চরম তরজা শুরু হয়েছে। কংগ্রেস লাগাতার মোদী সরকারের বিরুদ্ধে একের পর এক তোপ দাগছে। এমনকি কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী (Rahul Gandhi) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) বিরুদ্ধে অভিযোগ এনে বলেছেন যে, তিনি চীনের সামনে সারেন্ডার করে দিয়েছেন। এবার ভারতীয় জনতা পার্টিও পাল্টা নিশানা করা শুরু করেছে। দলের সভাপতি জেপি নাড্ডা (JP Nadda) কংগ্রেসের সাথে চীনের কমিউনিস্ট পার্টির কানেকশনকে সামনে এনেছেন।
First, Congress signs MoU with Chinese Communist Party.
Then, Congress surrenders land to China.
During Doklam issue, Rahul Gandhi secretly goes to Chinese embassy.
During crucial situations, Rahul Gandhi tries to divide the nation & demoralise armed forces.
Effects of MoU? pic.twitter.com/Z3WJhpt4Ol
— Jagat Prakash Nadda (@JPNadda) June 23, 2020
মঙ্গলবার নিজের একটি ট্যুইতে জেপি নাড্ডা লেখেন, সবার আগে কংগ্রেস চীনের কমিউনিস্ট পার্টির সাথে চুক্তি করে। এরপর কংগ্রেস চীনের হাতে ভারতীয় জমি তুলে দেয়। আর যখন ডোকালাম গতিরোধ হয়, তখন রাহুল গান্ধী চীনের দূতাবাসে চীনের দূতের সাথে সাক্ষাৎ করতে যান। আর এখন যখন দেশ সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, তখন তিনি দেশকে ভাঙার চেষ্টা করছেন। বিজেপির সভাপতি অভিযোগ করে বলেন, রাহুল গান্ধী সেনার মনোবল ভাঙছেন।
জানিয়ে দিই, ২০০৮ সালে বেজিং অলিম্পিকের সময় যখন ইউপিএ চেয়ারপার্স সোনিয়া গান্ধী, কংগ্রেস নেতা রাহুল গান্ধী চীনে গেছিলেন, তখন কংগ্রেস আর চীনের কমিউনিস্ট পার্টির সাথে একটি চুক্তি হয়েছিল। আর ওই চুক্তি শি জিনপিং এর উপস্থিতিতেই হয়েছিল।
বিজেপি লাগাতার এই প্রসঙ্গ তুলে কংগ্রেসকে চারিদিক থেকে ঘেরার চেষ্টা চালাচ্ছে। এর আগে সোমবার জেপি নাড্ডা মনমোহন সিংয়ের উপর অভিযোগ করে বলেন, ইউপিএ কার্যকালে চীন অনেকবার ভারতীয় সীমান্ত লঙ্ঘন করেছিল, কিন্তু তখন প্রধানমন্ত্রী মনমোহন সিং আর সরকার চুপ ছিল।