বড় খবর : বাংলা থেকে ফিরেই করোনায় আক্রান্ত জেপি নাড্ডা

বাংলা সফর সেরে ফেরার পরেই করোনা সংক্রমণের খবর পাওয়া গেল বিজেপির (bjp) সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার (jp nadda)৷ গত বুধবারই বাংলা সফরে আসে বিজেপির এই সর্বভারতীয় নেতা। অভিষেক বন্দ্যোপাধ্যায় এর বিধানসভা কেন্দ্র ডায়মন্ডহারবার ও মমতা বন্দ্যোপাধ্যায় এর নির্বাচনী ক্ষেত্রে ভবানীপুরে তিনি জনসংযোগ করেন।

JP Nadda 1

শরীরে মারন ভাইরাসের সংক্রমণ টের পাওয়ার পরেই তিনি আইসোলেশনে আছেন বলে জানা যাচ্ছে। চিকিৎসকরা জানিয়েছেন তার শারিরীক অবস্থা স্থিতিশীল। নিজের সংস্পর্শে আসা অন্যান্য নেতাদেরও আইসোলেশনে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

প্রসঙ্গত, ডায়মন্ড হারবারে জনসভা করার সময় হিংসার শিকার হতে হয় তাকে। তার গাড়ি লক্ষ্য করে উড়ে আসে ইট। বিজেপির অভিযোগ তৃণমূল আশ্রিত দুস্কৃতীরাই এই ঘটনা ঘটিয়েছে।

অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় এর বিধানসভা কেন্দ্র ভবানীপুরেও এদিন গৃহসম্পর্ক অভিযানে দেখা যায় জেপি নাড্ডাকে। ঐদিন মমতা বন্দ্যোপাধ্যায় এর বিধানসভা অঞ্চলের বাড়ি বাড়ি ঘুরে খোঁজ খবর নেন তিনি।

জানিয়ে রাখি, জেপির ওপর আক্রমণ নিয়ে ইতিমধ্যেই সুর চড়িয়েছেন তার বাঙালি স্ত্রী। তিনি জানিয়েছেন খুব শীঘ্রই তিনি বাংলা সফরে আসছেন।

 

সম্পর্কিত খবর