‘অনেক হয়েছে মমতা, পরিবর্তন চায় জনতা” নবদ্বীপে রথযাত্রার সূচনা করে নতুন স্লোগান জেপি নাড্ডার

বাংলা হান্ট ডেস্কঃ নবদ্বীপে বিজেপির পরিবর্তন রথযাত্রার সূচনায় অংশ নিয়ে এবার নতুন স্লোগান দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তিনি নবদ্বীপ থেকে নতুন স্লোগান দিয়ে বলেন, ‘অনেক হয়েছে মমতা, পরিবর্তন চাইছে জনতা।” আজ মালদায় রোড শোয়ের পর তিনি হেলিকপ্টারে করে নবদ্বীপ উড়ে আসেন। শ্রী চৈতন্যদেবের জন্মভূমি থেকে তিনি বিজেপির পরিবর্তন রথযাত্রার সূচনা করেন।

তিনি বলেন, বাংলায় বিজেপির পক্ষে যেই হাওয়া বইছে, তাতে খড়কুটোর মতন উড়ে যাবেন মমতা। তিনি বলেন, মমতার সরকার বাংলার মানুষের সঙ্গে প্রতারণা করেছে। তৃণমূলের সরকারকে বিস্বাসঘাতক বলে আখ্যা দেন তিনি। জেপি নাড্ডা আমফান আর রেশন দুর্নীতিকে হাতিয়ার করে বাংলায় পরিবর্তনের ডাক দেন।

একুশের নির্বাচনের বৈতরণী পার করতে বাংলার শাসক দল যেই বহিরাগত ইস্যুকে হাতিয়ার করেছে, সেটা নিয়েই তৃণমূলকে পাল্টা আক্রমণ করেন জেপি নাড্ডা। বিজেপির সর্বভারতীয় সভাপতি তৃণমূলকে আক্রমণ করে বলেন, ‘শাসক দল যেই বাঙালি-বহিরাগত ইস্যু তুলে ধরছে, সেটা কোনদিনও বাঙালীর সংস্কৃতি ছিল না আর হবেও না। তৃণমূল নেত্রী বাংলার সংস্কৃতির অপমান করছেন।”

জেপি নাড্ডা মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বলেন, ‘আপনি গর্ব করে বাংলার সংস্কৃতির অপমান করে চলেছেন। বাংলার সংস্কৃতির কদর শুধুমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই করেছেন।” তিনি আজ নিজের ভাষণে এটাও বুঝিয়ে দেন যে, বিজেপি জিতলে বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কোনও বাঙালিই হবে। তিনি বলেন, ‘আমি বড় গলায় বলছি, বাংলার সংস্কৃতির নেতৃত্ব একজন বাঙালিই করবেন।”

Koushik Dutta

সম্পর্কিত খবর