‘এই বাংলা প্রকৃত বাংলাই নয়, আমরা এলে প্রকৃত বাংলা গড়বো’ জেপি নাড্ডা

বাংলা হান্ট ডেস্কঃ বিধানসভা ভোটের দামামা বেজে গিয়েছে।উভয় পক্ষই কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে। এই মুহূর্তে বাংলায় ক্ষমতা দখলের লড়াইয়ে রয়েছে তৃণমূল ও বিজেপি। আজ বাংলায় বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, মুকুল রায়, সহ একাধিক বিজেপি নেতাদের ওপর হামলা করা হয়।

এই ঘটনার পর আজ জেপি নাড্ডা আত্মবিশ্বাসী সুরে বলেন,’ মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে যে বাংলা তৈরি হয়েছে তা বাংলার আসল চেহারাই নয়। আমরা ক্ষমতায় এলে আমাদের কাজের মধ্যে দিয়ে সোনার বাংলা গড়বো।

IMG 20201210 WA0002

বিজেপি যত তৃণমূলের আমলে নৈরাজ্য, অপশাসনের অভিযোগ তুলেছে, ততই শাসকদল সচেষ্ট হয়েছে বহিরাগত হিসেবে চিহ্নিত করে মানুষের কাছে উপস্থাপিত করতে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ একাধিক তৃণমূলের শীর্ষ নেতাদের মুখে শোনা গিয়েছে ‘বহিরাগত তকমা’ ও ‘বাঙালি ও বাঙালি ভেদাভেদ,। এসবের উত্তর দিয়েই বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বুঝিয়ে দেন, বিজেপিকে বহিরাগত বলে চিহ্নিত করার কোনো কারণ নেই।

 

বাংলা স্পন্দন বিজেপি ভালোই বোঝে।বাংলার ইতিহাস সম্পর্কে বিজেপি ওয়াকিবহাল। উল্লেখ্য, এর আগেও অমিত শাহ বাংলায় এসে সোনার বাংলা গড়ে তোলার কথা বলেছেন।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর