বাংলাহান্ট ডেস্কঃ আবারও বাংলা (west bengal) সফরে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা (J P Nadda)। নতুন বছরেই প্রথম সভা করবেন তিনি। পুরনো বছরে বাংলায় তাঁর শেষ সভায় তাঁর উপর হামলার ঘটনার প্রতিবাদে সরব হয়েছিল গেরুয়া শিবির। বাংলার মানুষকে আবারও জাগিয়ে তুলতে নতুন বছরেই প্রথমে আসছেন জেপি নাড্ডা।
জানা গিয়েছিল, আগামী ৩০ শে জানুয়ারি বাংলায় মতুয়াদের একটি সমাবেশে উপস্থিত হবেন অমিত শাহ(Amit Shah)। বিজেপি সাংসদ শান্তুনু ঠাকুরও উপস্থিত থাকবেন সেই সভায়। তবে তার আগেই বাংলায় আসছেন জেপি নাড্ডা। এখনও অবধি পাওয়া খবরে, আগামী ৯ ই জানুয়ারি বীরভূমে একটি রোড শো করত চলেছেন জেপি নাড্ডা।
গত মাসেই অর্থাৎ ২০২০ সালের ২০ শে ডিসেম্বর বোলপুরে প্রচুর সংখ্যক মানুষের উপস্থিতিতে একটি রোড শো করেছিলেন অমিত শাহ। বিজেপিকে পাল্টা দিতে, ২৯ শে ডিসেম্বর একই জায়গায় পদযাত্রায় গিয়েছিলেন তৃণমূলনেত্রী মমতা ব্যানার্জি। তবে বিজেপির বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, গেরুয়া শিবির নাকি ঝাড়খণ্ড থেকে লোক এনে রোড শোয়ে ভিড় বাড়িয়েছিল। তবে এবার জেপি নাড্ডার সভায় কেমন লোকসংখ্যা হয় সেদিকে তাকিয়ে পদ্মশিবির।
একুশের নির্বাচনের আগেই কোমর বেঁধে লেগে পড়েছে সমস্ত রাজনৈতিক শিবির। টার্গেট বাংলার মসনদ। সেইদিকেই নজর রেখে ঝাঁপিয়ে পড়েছে সকল রাজনৈতিক দল। সেইমতই চলছে রাজনৈতিক সমাবেশ, দলীয় সভা। বেশকিছুদিন আগেই বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছিলেন, নির্বাচনের আগে প্রতিমাসে বাংলায় আসবেন বিজেপির শীর্ষ স্থানীয় নেতৃত্বরা। বাংলার মানুষকে বিজেপির ধর্মে দীক্ষিত করতে তাই প্রতিমাসেই বাংলায় আসছেন শাহ, নাড্ডা।