বাংলা হান্ট ডেস্ক: বরাবরই সর্বভারতীয় বিজেপি নেতাদের ‘বহিরাগত’ তকমা দিয়ে এসেছে মমতা ব্যানার্জী [Mamata Banerjee] সহ তৃণমূল নেতৃত্ব। সম্প্রতি বাংলা সফরে এসেছিলেন বিজেপির ১১তম সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা [JP Nadda]। কিন্তু জানেন কি জেপি নাড্ডার স্ত্রী আদতে বাঙালি? বিজেপির সর্বভারতীয় সভাপতি আদতে বাংলার জামাই? তাই তাঁকে বোধহয় ‘বহিরাগত’ বলা ঠিক সাজে না।
জেপি নাড্ডার স্ত্রীর নাম মল্লিকা নাড্ডা। বিবাহের পূর্বে তাঁর পদবি ছিল মুখোপাধ্যায়। মল্লিকা নাড্ডার বাবার নাম সুভাষ চন্দ্র মুখোপাধ্যায়, মা জয়শ্রী মুখোপাধ্যায়। যদিও বহু আগেই বাংলা ছেড়ে কর্মসূত্রে মধ্যপ্রদেশের জব্বলপুরে চলে গিয়েছিলেন তারা। সেখানেই জন্ম হয় মল্লিকা নাড্ডার। ১৯৯১ সালে হিমাচলের বাসিন্দা জেপি নাড্ডার সঙ্গে বিবাহ হয় তাঁর। গতকাল ছিল তাদের বিবাহবার্ষিকী।
উল্লেখ্য, সম্প্রতি বাংলা সফরে এসেছিলেন নাড্ডা। বৃহস্পতিবার ডায়মন্ড হারবারে সভা করতে যাচ্ছিলেন তিনি। ডায়মন্ড হারবার যাওয়ার পথে হামলা চালানো হয় জেপি নাড্ডার কনভয়ে। ভাঙচুর করা হয় একাধিক গাড়ি। আহত হন কৈলাস বিজয়বর্গী সহ একাধিক বিজেপি নেতা-কর্মী। নাড্ডার আগমনে বিক্ষুব্ধ তৃণমূল কর্মীরা ডায়মন্ড হারবারে ঢোকার সময় ওনার গাড়িতে হামলা করে। ভেঙে ফেলা হয় গাড়ির কাঁচ। জেপি নাড্ডার আগমনের বিরোধিতা করা রাস্তায় দাঁড়িয়ে থাকা মানুষদের হাতে তৃণমূলের পতাকা দেখা গিয়েছে। আর সেখান থেকে জেপি নাড্ডার কনভয়ে হামলা চালানো হয়। এরপর রাজ্যের শাসক দল আর বিজেপির মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়। হামলার পর নাড্ডা বলেন, ওনার গাড়ি বুলেটপ্রুফ না হলে পরিণাম ভয়ঙ্কর হত।