উত্তরাখণ্ডে প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে বলিউড গায়ক জুবিন নটিয়াল, দিলেন অনুদান

বাংলাহান্ট ডেস্ক: চলতি মাসের শুরুতেই উত্তরাখণ্ডে (uttarakhand) ভয়াবহ তুষারধ্বসে বিপর্যস্ত হয় জনজীবন। উত্তরাখণ্ডের বিস্তীর্ণ এলাকা চলে যায় তীব্র জলোচ্ছাসের নীচে। নিশ্চিহ্ন হয়ে যায় বহু জনবসতি। ক্ষয়ক্ষতির পরিমাণও প্রচুর। বিপর্যয় একটু কাটতেই শুরু হয়ে গিয়েছে উদ্ধারকাজ। এবার বিপর্যস্ত মানুষদের পাশে দাঁড়ালেন বলিউড (bollywood) গায়ক জুবিন নটিয়াল (jubin nautiyal)।

উত্তরাখণ্ডের প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত মানুষদের জন‍্য সাহায‍্যের হাত বাড়িয়ে দিলেন জুবিন। উত্তরাখণ্ডের মুখ‍্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াতের হাতে ১৩.১৯ লক্ষ টাকার চেক তুলে দিলেন তিনি। গায়ককে ধন‍্যবাদ জানিয়েছেন মুখ‍্যমন্ত্রী।

IMG 20210303 152306
সংবাদ সংস্থা ANI এর প্রতিবেদন টুইট করে উত্তরাখণ্ডের মুখ‍্যমন্ত্রী লেখেন, ‘আপনাকে ধন‍্যবাদ’। ছবিতে জুবিন নটিয়ালকে দেখা গিয়েছে মুখ‍্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াতের হাতে ১৩.১৯ লক্ষ টাকার চেক তুলে দিতে। উল্লেখ‍্য, জুবিন উত্তরাখণ্ডেরই বাসিন্দা। এর আগেও এই ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে মৃতদের পরিবারকে সাহায‍্য করার জন‍্য একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন।

প্রসঙ্গত, উত্তরাখণ্ডের চামোলিতে হিমবাহে ফাটল ধরার কারণে এই ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় নেমে আসে। তুষারধসের পর এখনো পর্যন্ত উদ্ধারকাজ চালিয়ে ৫০ এর ও বেশি মৃতদেহ উদ্ধার হয়েছে। ১৫০র ও বেশি মানুষ এখনো পর্যন্ত নিখোঁজ। বহু মৃতদেহেরই শণাক্তকরণ এখনো পর্যন্ত সম্ভব হয়ে ওঠেনি।

বিপর্যয়ের পর আবহাওয়া পরিস্কার হতেই জোর কদমে শুরু হয়ে যায় উদ্ধারকাজ। সেই উদ্ধারকাজ এখনো চলছে। এখনো পর্যন্ত বহু মানুষ চামোলিতে আসছেন নিজেদের নিখোঁজ পরিবার পরিজনদের খোঁজার উদ্দেশ‍্যে। তবুও এখনো ১৫০ র ও বেশি মানুষের খোঁজ মেলেনি বলে খবর পাওয়া গিয়েছে।


Niranjana Nag

সম্পর্কিত খবর