বাংলা হান্ট ডেস্কঃ বিচারককে অপেক্ষা করানোর দরুন মঙ্গলবার আদালতের ভর্ৎসনার মুখে পড়লেন তৃণমূলের হেভিওয়েট দুই নেতা, পুর নগরোয়ন্নন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) ও কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। এদিন পিএমএলএ কোর্টের (PMLA Court) বিচারক এই দুই তৃণমূল নেতাকে আদালতে ঠিক সময়ে না পৌঁছনোর জন্য তীব্র ভর্ৎসনা করেন।
জানা গিয়েছে এদিন আদালতে হাজিরা দেওয়ার কথা ছিল প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়, ববি হাকিম ও মদনের। তবে সূত্রের খবর, শোভন চট্টোপাধ্যায় ঠিক সময়মত আদালতে পৌঁছলেও দেরিতে যান মদন ও ফিরহাদ। এরপরেই তাদের দুজনের ওপর বেজায় চটেন বিচারপতি। প্রসঙ্গত, এদিন নারদা মামলার জন্য PMLA কোর্টে হাজিরা দেওয়ার কথা ছিল এই তিন নেতার।
আদালতে ঠিক কী বললেন বিচারপতি? ফিরহাদ ও মদনকে উদ্দেশ্য করে এদিন বিচারপতি শুভেন্দু সাহা বলেন, “আপনারা কতটা VIP গিয়েছেন যে বিচারককে এতক্ষণ বসে থাকতে হচ্ছে। যদি সময়মতো আদালতে না আসেন, তবে কীভাবে তুলে আনতে হয় তা জানা আছে।” বিচারপতির ভর্ৎসনার পর অবশ্য সাফাই দেন মদন মিত্র।
দেরী হওয়া প্রসঙ্গে মদন মিত্র বলেন, আদালতে আসার পথে এসএসকেএম হাসপাতালে সামনে যানজটে আটকে পড়েছিলেন তিনি, তাই সঠিক সময়ে আদালত কক্ষে আসতে পারেননি। অন্যদিকে, এই বিষয় নিয়ে মেয়র ফিরহাদ হামিকের কোনও প্রতিক্রিয়া মেলেনি।
প্রসঙ্গত,২০২১ সালে নারদ মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, বিধায়ক মদন মিত্র ও প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়। সিবিআই দ্বারা গ্রেফতার হন সকলে। পরে সকলেরই জামিন হলেও মামলার নিস্পত্তি হয়নি। এই মামলাতেই এদিন হাজিরা ছিল তিন তৃণমূল নেতার।