বাংলাহান্ট ডেস্ক : এসএসসি দুর্নীতি মামলায় (Recruitment Scam) দীর্ঘদিন ধরেই চাপানউতোর চলছে রাজ্য রাজনীতিতে। সদ্য এই মামলায় সুপ্রিম কোর্টের রায়ে কার্যত মাথায় আকাশ ভেঙে পড়েছে হাজার হাজার শিক্ষক শিক্ষিকার। যোগ্য অযোগ্য আলাদা করা না যাওয়ায় ২০১৬ র গোটা প্যানেলটাই বাতিল করে দিয়েছেন প্রধান বিচারপতি। সুপ্রিম রায়ে রাতারাতি চাকরি চলে গিয়েছে প্রায় ২৬ হাজার শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের। রায় নিয়ে তীব্র বিক্ষোভ চলছে প্রায় প্রতিদিনই।
প্রাথমিক দুর্নীতি মামলার (Recruitment Scam) শুনানিতে আজব কাণ্ড
এর মাঝেই প্রাথমিক দুর্নীতি মামলার (Recruitment Scam) শুনানিতে ঘটে গেল এক এমন কাণ্ড যা হয়তো আগে কখনো দেখা যায়নি আদালত কক্ষে। প্রাথমিক দুর্নীতি মামলার (Recruitment Scam) শুনানির সময়ে আদালতে সাক্ষ্যগ্রহণ পর্ব চলার সময় হঠাৎ সাক্ষীর বিষয়ে একটি ‘অদ্ভূত’ বিষয় নজরে আসে বিচারকের।
সাক্ষীকে বিশেষ নির্দেশ বিচারকের: সাক্ষ্যগ্রহণ পর্ব চলাকালীন কাঠগড়ায় থাকা সাক্ষীকে হঠাৎ করেই সাবান দিয়ে হাত ধুয়ে আসতে বলেন বিচারক। কিন্তু কেন? আদালতের কাজ চলার সময় হঠাৎ এমন নির্দেশ কেন দিলেন তিনি? স্বাভাবিক ভাবেই এ ঘটনায় চমকে যান সকলেই। তারপরেই সামনে আসে আসল ঘটনা।
আরো পড়ুন : চলবে না কোনো বাছবিচার, মৃত্যুর ১৪ বছর পর ক্ষতিপূরণের নির্দেশ! এই মামলায় বিরাট রায় কলকাতা হাইকোর্টের
কী ঘটনা ঘটে আদালতে: আসলে সাক্ষ্যদান করার সময় মামলার (Recruitment Scam) সাক্ষী রণেশ সিং এর একটি বিষয় দেখে সন্দেহ হয় বিচারকের। সাক্ষী দেওয়ার সময় বার বার নিজের হাতের তালু দেখছিলেন তিনি। বিষয়টির দিকে প্রথমে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীই বিচারকের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। তারপর সাক্ষীর হাতের তালু দেখতেই চমকে যান সকলে। একাধিক সংস্থার নাম লেখা ছিল তাঁর তালুতে। সাক্ষী দেওয়ার সময় তাই তালু দেখেই প্রশ্নের জবাব দিচ্ছিলেন তিনি।
আরো পড়ুন : ‘আপাতত কমিশনের কাজে কোনো হস্তক্ষেপ নয়’, সাফ জানিয়ে দিলেন প্রধান বিচারপতি
তারপরেই ওই সাক্ষীকে হাত ধুয়ে আসার নির্দেশ দেন বিচারক। নিরাপত্তারক্ষীকে ডেকে শৌচালয় থেকে সাবান দিয়ে হাত ধুয়ে আসার নির্দেশ দেওয়া হয় সাক্ষীকে। এই ঘটনার পর বিচারক ইডির আইনজীবীকে কড়া নির্দেশ দেন, ভবিষ্যতে যেন এমন ঘটনা দ্বিতীয় বার না ঘটে। সাক্ষী পেশের আগে তাই এবার থেকে সচেতন হতে হবে বলে নির্দেশ দেন বিচারক।