‘জাজমেন্টাল হ্যায় কেয়া’র ট্রেলার মুক্তি, judgemental ‘সন্দেহভাজন’ কঙ্গনা রাজকুমার!

বাংলা হান্ট ডেস্ক: বুধবার, মুক্তিপ্রাপ্ত ‘জাজমেন্টাল হ্যায় কেয়া’র ট্রেলার দুই সন্দেহভাজনের অবতারেই ধরা দিয়েছেন কঙ্গনা রানাওয়াত আর রাজকুমার রাও। ট্রেলারে গল্পটা কিছুটা এমনভাবে প্রকাশ পেয়েছে, শহরে একটা খুনের ঘটনা ঘটেছে। আর এই ঘটনায় আসল দোষী কে? তা জানতে নাজেহাল হতে হচ্ছে পুলিসকে। একদিকে ববি, অন্যদিকে কেশব, পুলিসের সন্দেহর তালিকায় দুজনেই রয়েছে। তবে এদের মধ্যে খুনটা ঠিক কে করেছে? সেটা কিছুতেই বুঝতে পারছেনা পুলিস । এই দুই সন্দেহভাজন ববি আর কেশবের চরিত্রেই ধরা দিয়েছেন কঙ্গনা রানাওয়াত আর রাজকুমার রাও।

‘জাজমেন্টাল হ্যায় কেয়া’র ট্রেলারের শুরু হয়েছে কঙ্গনাকে দিয়েই। ট্রেলারের শুরুতেই ধরা পড়েছে তার পাগলামো। অন্যদিকে তারই প্রতিবেশী কেশব রূপে রাজকুমার এক্কেবারে ছাপোষা চরিত্রের পুরুষ। তার জীবনযাপন এতটাই সাধারণ, যে ববির (কঙ্গনা) সন্দেহের তির কেশবের (রাজকুমার) দিকেই যায়। ববির (কঙ্গনা) ধারনা কেশবের মতো (রাজকুমার) এতটা সাধারণ, ছিমছাম বোধহয় কারোর পক্ষেই হওয়া সম্ভব নয়। কিছু তো একটা গণ্ডোগোল আছে। কেশবই (রাজকুমার) আসল দোষী একথা পুলিসের কাছে প্রমাণের জন্য উঠে পড়ে লাগে ববি। অন্যদিকে কেশব (রাজকুমার) পুলিসের কাছে জানায় ববি (কঙ্গনা) একটু পাগল টাইপের।

IMG 20190704 WA0157 আর সেকারণেই সে এমনটা করছে। একদিকে ববি আর অন্যদিকে কেশব। একে অপরের দিকে যুক্তি পাল্টা যুক্তিতে খুনের রহস্য সমাধানে নেমে ধাঁধা র পাকে পুলিশ। ‘জাজমেন্টাল হ্যায়’ ট্রেলার এভাবেই মজাদার ভাবে ধরা পড়েছেন কঙ্গনা ও রাজকুমার।

সম্পর্কিত খবর