ফাইল আটকে! চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন কলেজিয়ামের সুপারিশ করা নাম নিয়ে যা হল … তুমুল শোরগোল

বাংলা হান্ট ডেস্কঃ প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের কলেজিয়াম (Supreme Court Collegium)। এর মাধ্যমে দেশের নানান হাইকোর্টের বিচারপতি হিসেবে বেশ কিছু নাম সুপারিশ করা হয়েছিল। গত বছর জানুয়ারি মাসে এই নামগুলি সুপারিশ করা হয়। এরপর দেড় বছরের অধিক সময় কেটে গেলেও সেই নামগুলি নিয়ে কোনও অগ্রগতি হয়নি বলে খবর।

  • আটকে রয়েছে সুপ্রিম কোর্টের কলেজিয়ামের (Supreme Court Collegium) সুপারিশ করা নাম!

আগামী ১০ নভেম্বর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পদ থেকে অবসর গ্রহণ করবেন ডি ওয়াই চন্দ্রচূড় (CJI DY Chandrachud)। তবে এখনও তাঁর নেতৃত্বাধীন কলেজিয়ামের সুপারিশ করা নাম আটকে রয়েছে। ওয়াকিবহাল মহলের অনুমান, কলেজিয়ামের তরফ থেকে বিচারপতিদের যে নামগুলি সুপারিশ করা হয়েছিল, সেগুলি কেন্দ্রের কাছে আপাতত পেন্ডিং হিসেবে রয়েছে। এখনও বাস্তবায়িত হয়নি।

রিপোর্ট বলছে, কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসেবে দু’জনের নাম সুপারিশ করেছিল সুপ্রিম কোর্টের (Supreme Court) কলেজিয়াম। অমিতেশ বন্দ্যোপাধ্যায় এবং শাক্য সেনের নাম সুপারিশ করা হয়েছিল। এর মধ্যে অ্যাডভোকেট বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ইউসি বন্দ্যোপাধ্যায়ের ছেলে। গোধরা কাণ্ড নিয়ে যে কমিশন তৈরি হয়েছিল তার প্রধান ছিলেন তিনি।

আরও পড়ুনঃ একেবারে ফ্রি! বিনামূল্যে LPG কানেকশন দেবে সরকার! ধামাকা প্রকল্প কেন্দ্রের

অন্যদিকে জাস্টিস শ্যামল সেনের ছেলে হলেন অ্যাডভোকেট শাক্য সেন। পশ্চিমবঙ্গের রাজ্যপালও ছিলেন তিনি। কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি হিসেবে এই দু’জনের নাম সুপারিশ করা হয়েছিল। তবে তা নিয়ে বিশেষ অগ্রগতি হয়নি বলে খবর।

Supreme Court Collegium

এছাড়াও দিল্লি হাইকোর্টের বিচারপতি হিসেবে অ্যাডভোকেট সৌরভ কিরপাল, মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি হিসেবে আর জন সত্যেনের নাম সুপারিশ করেছিল সুপ্রিম কোর্টের (Supreme Court Collegium) কলেজিয়াম। সেই সঙ্গেই বম্বে হাইকোর্টের বিচারপতি হিসেবে সুপারিশ করা হয়েছিল সোমাশেখর সুন্দরীসানের নাম। তবে সেই সুপারিশগুলিও এখনও আটকে রয়েছে বলে খবর। এদিকে আগামী ১০ নভেম্বর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পদ থেকে অবসর নেবেন ডি ওয়াই চন্দ্রচূড়। এরপর এদেশের পরবর্তী প্রধান বিচারপতি হবে জাস্টিস সঞ্জীব খান্না।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর