আয়ুর্বেদেই কমবে করোনা, বচ্চন পরিবারের আরোগ‍্য প্রার্থনা করতে গিয়ে ট্রোল হলেন জুহি

বাংলাহান্ট ডেস্ক: শনিবার রাতেই জানা গিয়েছে করোনায় আক্রান্ত হয়েছেন বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন (amitabh bachchan) ও ছেলে অভিষেক বচ্চন। রবিবার খবর মিলেছে পুত্রবধূ ঐশ্বর্য রাই বচ্চন এবং নাতনি আরাধ‍্যাও কোভিড আক্রান্ত। খবর পাওয়ার পর থেকেই গোটা দেশে জুড়ে শুরু হয়েছে তাঁদের সুস্থতার কামনা করে প্রার্থনা।
বলি তারকাদের মধ‍্যে জুহি চাওলাও (juhi chawla) বচ্চন পরিবারের সুস্থতা কামনা করে প্রার্থনা করেছেন। কিন্তু এই প্রার্থনার জন‍্যই এবার নেটিজেনের ট্রোলের মুখে পড়েছেন জুহি। তুমুল ট্রোল শুরু হয়েছে তাঁকে নিয়ে সোশ‍্যাল মিডিয়ায়।

913156 juhi chawla tweet on amitabh abhishek bachchan ayurveda

বচ্চন পরিবারের দ্রুত সুস্থতা কামনা করে টুইট করেন জুহি। কিন্তু সেখানে অমিতাভ ও অভিষেকের নাম ঠিক লিখলেও ঐশ্বর্যর নামের জায়গায় লিখে ফেলেন আয়ুর্বেদ। এরপরেই হাসি তামাশা শুরু হয় জুহির টুইটকে ঘিরে।

ezgif.com webp to jpg 5
অভিনেত্রী কি ভুল করে ঐশ্বর্যর জায়গায় আয়ুর্বেদ লিখেছেন না এটা ইচ্ছাকৃত তা বোঝা যায়নি। অনেকে মজা করে বলছেন বচ্চন পরিবারকে আয়ুর্বেদের সাহায‍্য নিতে বলেছেন জুহি। তবে এই বিষয়ে কোনও মন্তব‍্য না করলেও ওই টুইটটি ডিলিট করে নতুন করে টুইট করেন তিনি। দ্বিতীয় টুইটে অভিনেত্রী নিজেই জানান, প্রথম টুইটে কোনও ভুল হয়নি তাঁর, বরং তিনি অমিতাভদের আয়ুর্বেদের ওপর ভরসা রাখতে বলেছিলেন।

https://twitter.com/iam_juhi/status/1282294839959142400?s=19

প্রসঙ্গত, শনিবার রাতে জানা যায় অমিতাভ বচ্চন এবং অভিষেক বচ্চন দুজনেই করোনা আক্রান্ত। দুজনেই টুইট করে জানান এই খবর। সোশ‍্যাল মিডিয়ায় অমিতাভ বচ্চন লেখেন, ‘আজ সন্ধ‍্যায় আমি করোনা পজিটিভ জানতে পেরেছি। এখন হাসপাতালে ভর্তি আছি। হাসপাতালের তরফে কর্তৃপক্ষদের খবর দেওয়া হচ্ছে। পরিবারের সদস‍্য ও কর্মচারীদের করোনা পরীক্ষা করা হয়েছে। রিপোর্টের অপেক্ষা চলছে। আমি অনুরোধ করছি গত ১০ দিনে যারা আমার সংস্পর্শে এসেছেন দয়া করে করোনা পরীক্ষা করিয়ে নেবেন।’
অভিষেকও আক্রান্ত হওয়ার খবর জানিয়ে লেখেন, ‘আমি ও বাবা দুজনেই করোনা আক্রান্ত হয়েছি। হালকা উপসর্গ দেখা দিয়েছে আমাদের। হাসপাতালে ভর্তি রয়েছি। আমরা কর্তৃপক্ষকে যাবতীয় তথ‍্য জানিয়েছি। পরিবারের সদস‍্যরা এবং কর্মচারীদেরও করোনা পরীক্ষা হয়েছে। সকলকে অনুরোধ আপনারা চিন্তিত হবেন না। ধন‍্যবাদ।’

amitabh 1
জানা গিয়েছে, ডাবিং স্টুডিও থেকে করোনা আক্রান্ত হয়েছেন অভিষেক। তার থেকেই অমিতাভ সংক্রমিত হয়েছেন বলে অনুমান। এর আগে র‍্যাপিড টেস্টে ঐশ্বর্য ও আরাধ‍্যার রিপোর্ট নেগেটিভ আসে। এবার আরটিপিসিআর পদ্ধতিতে রিপোর্ট পজিটিভ আসে বলে খবর। তবে এখন তাঁদের হোম কোয়ারেন্টাইনেই রাখা হয়েছে। অবশ‍্য জয়া বচ্চনের রিপোর্ট নেগেটিভ এসেছে বলে খবর।
অমিতাভ বচ্চনের তিনটি বাংলোই জীবাণুমুক্ত করা হয়েছে বৃহন্মুম্বই পুরসভা থেকে। ঝোলানো হয়েছে কনটেনমেন্ট জোনের নোটিশ‌। জলসাতেই হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ঐশ্বর্য ও আরাধ‍্যা। অমিতাভ এখন স্থিতিশীল আছেন বলে জানা গিয়েছে। সম্প্রতি অভিনেতার বাড়ির ২৬ জন কর্মচারীর করোনা পরীক্ষার রিপোর্ট এসেছে। তারা সকলেই করোনা নেগেটিভ বলে জানা গিয়েছে।

Niranjana Nag

সম্পর্কিত খবর