বাংলাহান্ট ডেস্ক: বৃহস্পতিবারই জামিন পেয়েছে আরিয়ান খান (aryan khan)। মাদক মামলায় দীর্ঘ ২৬ দিন পর বাড়ি ফিরছেন শাহরুখ পুত্র। ঘন্টা দুয়েক আগেই আর্থার রোড জেলে পৌঁছেছেন কিং খান। সঙ্গে গিয়েছেন শাহরুখের ঘনিষ্ঠ বন্ধু তথা কেকেআরের সহ মালকিন জুহি চাওলাও। তিনিই আরিয়ানের দায়িত্ব নিয়ে তাঁর জামিনদার হয়েছেন।
বৃহস্পতিবারই জামিন পেয়েছিল আরিয়ান। কিন্তু আদালতের তরফে জামিনের প্রতিলিপি জেল কর্তৃপক্ষের কাছে পৌঁছনো পর্যন্ত অপেক্ষা ছিল। শুক্রবার তা পৌঁছালেও সংশয় ছিল আরিয়াজ আজ বেরোতে পারবেন কিনা জেল থেকে। কারণ বিকেল সাড়ে পাঁচটার মধ্যে রিলিজ অর্ডার জমা দিতে না পারলে ফেরা হত না আরিয়ানের। কিন্তু দ্রুত গতিতে কাজ করেছে আইনজীবীদের দল।
সাড়ে পাঁচটার মধ্যেই যাবতীয় কাজ সেরে ফেলেন জুহি। আরিয়ানের জন্য এক লক্ষ টাকার বণ্ডে সই করতে হয় তাঁকে। দীর্ঘ ২৬ দিন পর ছেলের সঙ্গে সামনাসামনি সাক্ষাৎ হবে শাহরুখের। এর আগে জেলে আরিয়ানের সঙ্গে দেখা করতে গেলেও দুজনের মাঝে ছিল গরাদ ও কাঁচের দেওয়াল। দিওয়ালি তথা নিজের জন্মদিনের আগেই ছেলেকে নিয়ে বাড়ি ফিরতে পারছেন শাহরুখ।
৮ অক্টোবর জেল হেফাজতে নেওয়া হয় আরিয়ানকে। তারপর থেকে একাধিক বার জামিন খারিজের পর অবশেষে ২৮ অক্টোবর মাদক কাণ্ডে স্বস্তি পেল শাহরুখ পুত্র। স্বাভাবিক ভাবেই মুখে হাসি ফুটেছে বাবা শাহরুখের। ছেলের জামিন মঞ্জুর হওয়ার পরেই আইনজীবীদের দলের সঙ্গে লেন্সবন্দি হন তিনি। এতদিন পর ফের কিং খানের হাসিমুখ দেখা গেল।
বুক থেকে যে একটা ভার নেমে গিয়েছে তা তাঁর মুখ দেখেই বোঝা যাচ্ছে। আইনজীবী সতীশ মানশিন্ডে ও তাঁর দলের সঙ্গে হাসিমুখে লেন্সবন্দি হয়েছেন শাহরুখ। আইনজীবী সতীশ মানশিন্ডে সংবাদ মাধ্যমকে জানান, জামিনের রায় শুনে অত্যন্ত খুশি হয়েছিলেন শাহরুখ। তাঁর লড়াই সফল হয়েছে। তিনি আরো দাবি করেন, যেহেতু আরিয়ানের থেকে কোনো মাদক উদ্ধার হয়নি তাই এই গ্রেফতারি প্রথম থেকেই বেআইনি ছিল।