বাংলাহান্ট ডেস্ক : কথা ছিল ২০ শে মার্চ থেকে শুরু হবে ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’ (Khakee The Bengal Chapter) এর স্ট্রিমিং। সেই মতো বৃহস্পতিবার থেকেই নেটফ্লিক্সে শুরু হয়ে গিয়েছে জিৎ-প্রসেনজিৎ জুটির ডবল ধামাকা। ‘খাকি: দ্য বিহার চ্যাপ্টার’ এর পর এবার দ্বিতীয় সিজনে বাংলাকে পটভূমি বানিয়েছেন পরিচালক নীরজ পাণ্ডে। টিজার-ট্রেলারেই উন্মাদনা জাগিয়েছিল নতুন সিরিজটি। কিন্তু শুরু হতে না হতেই বিতর্কের জালে ফাঁসল ‘খাকি’। কেন?
স্ট্রিমিং শুরু হয়েছে খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার (Khakee The Bengal Chapter) এর
রাজনীতিবিদ-গ্যাংস্টার-পুলিশের দড়ি টানাটানির গল্প আগেও উঠে এসেছে পর্দায়। তবে বাংলার পটভূমিতে যেভাবে সাজানো হয়েছে কাহিনি, তা ভূয়সী প্রশংসা পাচ্ছে দর্শকদের থেকে। দোর্দণ্ডপ্রতাপ রাজনীতিবিদের ভূমিকায় দেখা যাচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ওরফে বরুণ রায়কে। আর তাঁর বিপরীতে সমানে সমানে টক্কর দিচ্ছেন দুঁদে পুলিশ অফিসার অর্জুন মৈত্র, যে চরিত্রে রয়েছেন জিৎ। কিন্তু শুরু হতে না হতেই বিতর্ক কীসের?
শুরুতেই বিতর্কে সিরিজ: আসলে সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে একটি ভিডিও, সিরিজের একটি দৃশ্যের কিছুটা অংশ। সেখানে দেখা যাচ্ছে, ‘জাতীয় গণশক্তি সংগঠন’ দলের ব্রিগেড সমাবেশে মঞ্চের উপরে মাইকের সামনে রাজনীতিবিদ বরুণ রায় ওরফে প্রসেনজিৎ। একে একে নির্বাচনের প্রার্থীদের নাম ডেকে নিচ্ছেন তিনি। গণ্ডগোলটা বেঁধেছে এখানেই। পর্দায় বরুণ রায়কে বলতে শোনা যায়, ‘টালিগঞ্জ থেকে জুঁই বিশ্বাস…’। এবার বাস্তবেও বাংলার রাজনৈতিক জগতে একজন জুঁই বিশ্বাস রয়েছেন, যিনি কিনা তৃণমূলের মুখপাত্র!
আরো পড়ুন : সিরিয়ালের সেটেই দ্বিতীয় প্রেম! তিয়াশার পর সুবানও জড়ালেন নতুন সম্পর্কে?
ভাইরাল হচ্ছে ভিডিও: ওয়েব সিরিজের দৃশ্যটি শেয়ার করে প্রযোজক শিবাজি পাঁজা লিখেছেন, “সম্পূর্ণ দুর্নীতিগ্রস্ত ‘জাতীয় গণশক্তি সংগঠন’ কাল্পনিক রেড পার্টির টালিগঞ্জের প্রার্থী জুঁই বিশ্বাস। এটা সত্যিই বিলো দ্য বেল্ট হয়ে গেল ‘খাকি’।” সঙ্গে তিনি এও লিখেছেন, “প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একমাত্র সিরিজের মূল আকর্ষণ। পাঁকে পদ্মফুল যাকে বলে”।
আরো পড়ুন : সেরা আটে ৪ বাঙালি, বেজে গেল ইন্ডিয়ান আইডল ফিনালের ঘন্টা, কবে হবে সেমি ফাইনাল?
প্রসঙ্গত, নীরজ পাণ্ডে পরিচালিত খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার সিরিজটি বাংলার প্রেক্ষাপটে হলেও মূলত হিন্দি সিরিজ। ওয়েব সিরিজটিতে প্রসেনজিৎ, জিৎ ছাড়াও রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, শুভাশিষ মুখোপাধ্যায়, ঋত্বিক ভৌমিক, আদিল জাফর খান, চিত্রাঙ্গদা সিং এর মতো অভিনেতা অভিনেত্রীরা।