মেকআপ রুমে চুটিয়ে রোম‍্যান্স জুন-অনিন্দ‍্যর, নেটিজেনরা বললেন, পর্দার শোভন-বৈশাখী

বাংলাহান্ট ডেস্ক: জুন আন্টি (jun aunty), বাঙলির ডেইলি সোপের জনপ্রিয় খলনায়িকাদের তালিকায় গত দু বছর ধরে সগর্বে নিজের স্থান ধরে রেখেছে চরিত্রটি। ‘শ্রীময়ী’ (sreemoyee) সিরিয়ালের জুন আন্টিকে যেন বাস্তবে রূপ দিয়েছেন অভিনেত্রী উষসী চক্রবর্তী (ushasie chakraborty)। জুন আন্টির কুটিলতায় প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে গালিগালাজ করতে, এমনকি টিভিতে রিমোট ছুঁড়ে মারতেও দেখা গিয়েছে দর্শকদের।

সবটাই নিজের অভিনয়ের সফলতা হিসেবে গ্রহণ করেছেন উষসী। মাঝে বেশ কিছুদিন সিরিয়ালে দেখা যায়নি তাঁকে। সংশোধনাগারে ছিল জুন। সেখান থেকে ফিরে অনিন্দ‍্যর সঙ্গে সংসারও পেতে নিয়েছে সে। অপরদিকে শ্রীময়ী বিয়ে করেছে রোহিত সেনকে।

IMG 20211028 120032
তবে জুন অনিন্দ‍্যর মাঝে এখন আবার ফাটল দেখা দিয়েছে। জুনের স্বভাবের জন‍্যই তার থেকে দূরে সরে যাচ্ছে অনিন্দ‍্য। কিন্তু দিঠির বিয়ে মিটতেই আবার সব ঠিকঠাক। দিব‍্যি হিন্দি গানের সঙ্গে রোম‍্যান্সে মজলেন জুন অনিন্দ‍্য। দুজনের ঘনিষ্ঠতা দেখে অবাক নেটিজেনরা।

তবে এ রোম‍্যান্স সিরিয়ালে নয়, সোশ‍্যাল মিডিয়ার পর্দায়। আসলে সম্প্রতি সোশ‍্যাল মিডিয়ায় একটি রিল ভিডিও শেয়ার করেছেন জুন আন্টি ওরফে অভিনেত্রী উষসী চক্রবর্তী। জনপ্রিয় হিন্দি গান ‘চুরা লিয়া হ‍্যায় তুমনে যো দিল কো’র সঙ্গে চুটিয়ে রোম‍্যান্স করতে দেখা যাচ্ছে দুজনকে।

IMG 20211028 120106IMG 20211028 120124
ভিডিও শেয়ার হতেই উল্লসিত নেটিজেনরা। শ্রীময়ী যতই সিরিয়ালের নায়িকা হোক না কেন, খলনায়িকা জুন আন্টির জনপ্রিয়তা যে আরো বেশি তা কমেন্ট দেখলেই বোঝা যায়। একজন তো লিখেই দিলেন, ‘জুন আন্টি সবার প্রিয়’। আরেকজন লিখলেন, ‘জুন অনিন্দ‍্য টুরু লাব। তবে এখন আর শ্রীময়ী হিংসে করবে না’। অনেকের আবার মনে হয়েছে জুন অনিন্দ‍্যর জুটিটা পর্দার শোভন বৈশাখী।

https://www.instagram.com/reel/CVfVAZVgAVp/?utm_medium=copy_link

এর আগেও অব‍শ‍্য অনিন্দ‍্য ওরফে সুদীপ মুখার্জির সঙ্গে রিল ভিডিও বানাতে দেখা গিয়েছে উষসীকে। ‘তু তু হ‍্যায় ওহি’র সুরে অনিন্দ‍্যকে জড়িয়ে ধরে আদর করতে দেখা গিয়েছিল জুন আন্টিকে। অনিন্দ‍্যও যে ব‍্যাপারটা বেশ উপভোগ করেন তাও বোঝা যায়। সঙ্গে নেটিজেনরাও মজা পান জুন আন্টির কাণ্ডকারখানা দেখে।

Niranjana Nag

সম্পর্কিত খবর