বাংলাহান্ট ডেস্ক: দলের মধ্যে গোষ্ঠী দ্বন্দ্বের জন্য বারংবার অস্বস্তিতে পড়েছে তৃণমূল (Trinamool Congress)। রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের আগে গ্রুপবাজি করা নিয়ে দলীয় সদস্যদের কড়া বার্তা দিলেন বিধায়ক অভিনেত্রী জুন মালিয়া (June Maliya)। পঞ্চায়েত ভোটে নেতাদের বউ, মেয়েরা টিকিট পাবে না। এমন হলে তৃণমূলে তাঁর স্থান নেই, স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন জুন।
বৃহস্পতিবার মেদিনীপুর সদর ব্লকের চাঁদড়ায় একটি দলীয় কর্মসূচী ছিল তৃণমূলের। সেখানে যোগ দিয়েই দলীয় কর্মীদের উদ্দেশে বক্তব্য রাখেন বিধায়ক জুন। তিনি স্পষ্ট ভাষায় বলে দেন, পঞ্চায়েত ভোটে দলের কোনো নেতার বউ, দিদি, বোনেরা টিকিট পাবে না। সংরক্ষিত আসনে বসার পর বউ ঘরে রান্না করবে আর নেতা বাইরে ছড়ি ঘোরাবে সেটা হতে পারবে না।
দলীয় কর্মীদের সতর্ক করে দেন জুন, গ্রুপবাজি বন্ধ করুন। নয়তো তৃণমূলে জায়গা হবে না। নিজেদের মধ্যে কোন্দল বরদাস্ত করা হবে না। তবে এদিন জুন এও জানিয়েছেন, কোনো নেতার বউ বা দিদি বোন যদি যোগ্য হয় তবে নিশ্চয় তাকে বঞ্চিত করা হবে না। বিধায়ক জুনের এই মন্তব্য নিয়ে পালটা কটাক্ষ ছুঁড়েছে বিরোধীরা।
জেলা বিজেপির মুখপাত্র অরূপ দাসের বিদ্রুপ, যে দলটা গোষ্ঠী কোন্দল থেকেই শুরু, সেই দল কখনো গোষ্ঠী দ্বন্দ্ব ছাড়া থাকতেই পারবে না। পাশাপাশি জুনের সঙ্গে তৃণমূলেরই জেলা সভাপতির কোন্দলের কথা স্মরণ করিয়ে দিয়ে খোঁচা দিতেও ছাড়েননি তিনি।
এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সরব হয়েছিলেন দলের অন্দরে গোষ্ঠী দ্বন্দ্ব নিয়ে। চাঁচাছোলা ভাষায় তৃণমূল সুপ্রিমো বলেছিলেন, আশা করি দলের বিধায়করা কেউ নিজেদের মধ্যে ঝগড়াঝাঁটি করবেন না। যে করবে তাঁর দলে জায়গা হবে না বলেও স্পষ্ট জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
পরবর্তীকালে রাজ্যের মন্ত্রী শিউলি সাহাও দলীয় কর্মীদের সতর্ক করেছিলেন গোষ্ঠী দ্বন্দ্ব নিয়ে। এবার একই সুরে সুর মেলালেন জুনও। রাজনৈতিক মহলে দাবি, পঞ্চায়েত নির্বাচনের আগে দলের অন্দরের সমস্যা মেটাতে তৎপর। তাই প্রকাশ্যেই দলীয় কর্মীদের নরমে গরমে বার্তা দিচ্ছেন নেতা মন্ত্রীরা।