বাংলা হান্ট ডেস্ক : শুক্রবার কলকাতায় এসেছেন বিজেপির রাজ্য কার্যনির্বাহী সভাপতি জেপি নাড্ডা৷ এসেই একেবারে কোমর বেঁধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করতে শুরু করেছেন তিনি৷ রাজ্যে আইন কানুন নেই তাই গোটা রাজ্যে যেন জঙ্গল রাজ চলছে মুখ্যমন্ত্রীকে তির বিদ্ধ করে ঠিক এমনটাই মন্তব্য করেন জেপি নাড্ডা৷ শনিবার দুপুরে বাগবাজার ঘাটে দলীয় সদস্যদের নিয়েই এবং রাজনৈতিক সংঘর্ষে নিহত 80 জন দলীয় কর্মীর পরিবারকে সঙ্গে নিয়ে শহিদ তর্পণ কর্মসূচি করেন জেপি নাড্ডা৷ আর সেখান থেকেই রাজ্যের শাসক শিবিরের দিকে বারবার তোপ দেগেছেন তিনি৷
তার পরের পর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে রাজ্যে কোনও আইনি কারণ নেই এমনকি রক্ষকই ভক্ষক হয়ে উঠছে মন্তব্য করেন জেপি নাড্ডা পাশাপাশি প্রজাতন্ত্রের গলা টিপে শেষ করে দেওয়া হচ্ছে বলেও দাবি তোলেন তিনি৷ শুধুমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই নয় রাজ্যের পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন জেপি নাড্ডা৷ রাজ্যের পুলিশ নাকি নীরব দর্শক তাঁরা মৃত দলীয় কর্মীদের কোনও অভিযোগ নেয়নি দাবি করেছেন নাড্ডা৷
পুজো মরসুমে একের পর এক বিজেপির শীর্ষ স্থানীয় নেতৃত্বরা শহরে পা রাখছেন, মোহন ভাগবত থেকে শুরু করে জেপি নাড্ডা এর পর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ বার বার বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে রাজ্যে এসে কেন্দ্রীয় নেতৃত্বরা রাজ্য সরকারকে কোণঠাসা করতে চাইছে৷