‘দানা’ দুর্যোগের মাঝেই মুখ্যসচিবকে চিঠি! ৬ দফা দাবি জুনিয়র ডাক্তারদের! এবার কী কী?

বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর কাণ্ডের পর থেকেই জুনিয়র ডাক্তারদের আন্দোলন চলছে। পুজোর আবহে দশ দফা দাবি সামনে রেখে আমরণ অনশনে বসেছিলেন তাঁরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নবান্নে বৈঠকের পর সেই অনশন প্রত্যাহার করা হয়। তারপর কয়েকদিন যেতে না যেতেই মুখ্যসচিব মনোজ পন্থকে মেল করলেন জুনিয়র চিকিৎসকরা (Junior Doctors)। ‘দানা’ দুর্যোগের মাঝেই ৬ দফা দাবিতে মেল করা করা হয় মুখ্যসচিবকে।

  • এবার কী কী দাবি জুনিয়র ডাক্তারদের (Junior Doctors)?

জানা যাচ্ছে, জুনিয়র চিকিৎসকদের চিঠিতে অবিলম্বে কেন্দ্রীয় বেড মনিটর সিস্টেম চালু করার কথা বলা হয়েছে। সেই সঙ্গেই সরকারি হাসপাতালে (Government Hospital) রোগীদের কতগুলি বেড দরকার, সেটা নির্ধারণ করার পর বেড সংখ্যা বাড়ানোর কথাও বলা হয়েছে। পাশাপাশি ওই চিঠিতে দালাল প্রথা ও থ্রেট কালচারের অবসান ঘটানোর আবেদনও জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা।

মুখ্যসচিবকে লেখা ওই চিঠিতে সেন্ট্রাল রেফারেল ব্যবস্থায় কী কী খামতি রয়েছে সেটাও জুনিয়র চিকিৎসকরা তুলে ধরেছেন বলে খবর। সেই সঙ্গেই সেন্ট্রাল রেফারেল সিস্টেমের জন্য আলাদা ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করার আর্জিও জানানো হয়েছে বলে জানা যাচ্ছে। এর পাশাপাশি কোন হাসপাতালে কী কী পরিষেবা মিলবে, সেটা ডিসপ্লে বোর্ডের মাধ্যমে রোগীদের সামনে তুলে ধরার কথাও বলেছেন জুনিয়র ডাক্তাররা।

আরও পড়ুনঃ DA নিয়ে বড় ঘোষণা থেকে সাব কমিটি গঠন! সরকারি কর্মীদের জন্য একগুচ্ছ উদ্যোগ রাজ্যের

আরজি কর কাণ্ডের (RG Kar Case) পর থেকেই প্রতিবাদে সরব জুনিয়র চিকিৎসকরা। মিছিল থেকে শুরু করে আমরণ অনশন, বাদ যায়নি কিছুই। তিলোত্তমার ন্যায়বিচারের পাশাপাশি, ডাক্তারদের নিরাপত্তা এবং রোগী স্বার্থেও বেশ কিছু দাবি করেছেন তাঁরা।

Junior doctors

এর মধ্যে অন্যতম হল সেন্ট্রাল রেফারেল ব্যবস্থা চালু করা। সব হাসপাতালে এই সিস্টেম চালু করতে হবে, এদিন মুখ্যসচিবকে দেওয়া চিঠিতে জুনিয়র চিকিৎসকরা (Junior Doctors) একথা উল্লেখ করেছেন বলে জানা যাচ্ছে। তাঁদের কথায়, পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতিসাধনে এই সকল ব্যবস্থা অবিলম্বে চালু করা জরুরি। এই বিষয়ে মুখ্যসচিবের তরফ থেকে ইতিবাচক পদক্ষেপ নেওয়া হবে বলে আশা করছেন জুনিয়র ডাক্তাররা।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর